জনতা ব্যাংক পিএলসি.-এর বোর্ড অব ডিরেক্টরসের সঙ্গে বিএফআইইউ-এর এএমএল ও সিএফটি বিষয়ক সচেতনতামূলক সভা
বিএফআইইউ প্রতিনিধিগণের উপস্থিতিতে গত ১৭/১২/২০২৫ তারিখে জনতা ব্যাংক পিএলসি.-এর সম্মানিত বোর্ড অব ডিরেক্টরস-এর সঙ্গে “Awareness Program on AML and CFT for the Board of Directors” শীর্ষক একটি সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় ব্যাংকের কর্পোরেট সুশাসন প্রতিষ্ঠায় মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধের গুরুত্ব, রেগুলেটরি অথরিটি (Bangladesh Financial Intelligence Unit – BFIU এবং Bangladesh Bank) এর প্রতি ব্যাংকের দায়বদ্ধতা, নৈতিক ব্যাংকিং চর্চা ইত্যাদি বিষয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
বিএফআইইউ-এর দুইজন সদস্য—জনাব মোঃ মশিউর রহমান, অতিরিক্ত পরিচালক এবং জনাব মোঃ মাহবুবুর রহমান, যুগ্ম পরিচালক—উক্ত সভায় একটি প্রাণবন্ত আলোচনার মাধ্যমে Anti-Money Laundering (AML) এবং Counter Financing of Terrorism (CFT) বিষয়ে সম্যক ধারণা প্রদান করেন। এছাড়াও ব্যাংকের পক্ষ হতে AML and CFT প্রতিরোধসংক্রান্ত সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার বিষয়গুলো তুলে ধরা হয় এবং একটি কার্যকর ও যুগোপযোগী AML Compliance and Prevention Framework আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করা হয়।
আরও পড়ুনজনতা ব্যাংক পিএলসি.-এর পক্ষ থেকে উক্ত সচেতনতামূলক সভায় ব্যাংকের বোর্ড অব ডিরেক্টরস-এর চেয়ারম্যান জনাব এম. ফজলুর রহমান, সিএসপি, পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক এবং ব্যাংকের অন্যান্য সিনিয়র নির্বাহীগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন





_medium_1767793386.jpg)



