বগুড়ার আদমদীঘিতে তিন নারীসহ ১৯ জন গ্রেফতার
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক উদ্ধার, আদালতের গ্রেফতারি পরোয়ানামুলে তিন নারীসহ ১৯ জনকে গ্রেফতার এবং মদ, ট্যাপেন্টাডল, ইয়াবা ও গাঁজা উদ্ধার করেছে। গতকাল সোমবার দিবাগত রাতে বিশেষ অভিযানে এদের গ্রেফতার করা হয়।
আদমদীঘি থানা পুলিশ জানায়, গতকাল সোমবার দিবাগত রাতে পুলিশি বিশেষ অভিযান মাদকদ্রব্যসহ ৪ জন ও বিভিন্ন মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানামুলে নারীসহ ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ৪০ পিস ট্যাপেন্টাডলসহ আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম পশ্চিমপাড়ার দিলবর হোসেনের ছেলে রায়হান হোসেন, ও গোড়গ্রামের দেলোয়ার হোসেনে ডিসকোর ছেলে তামিম হোসেন, ১৫ লিটার চোলাই মদসহ ইশবপুর গ্রামের রঘু পাহানের ছেলে বিচিত্রা পাহান ও ২০ পিস ইয়াবা ও ২ গ্রাম গাঁজাসহ জিনইর গ্রামের সোহেল রানার স্ত্রী ঝরনা বেগম।
এছাড়া আদালতের গ্রেফতারি পরোয়ানামুলে সিআর ও জিআর মামলায় আদমদীঘির চাটখইর গ্রামের ছাবদুল হকের ছেলে আবুল কাশেম, কালাইকুড়ি গ্রামের লেহিমুনের ছেলে আশিক হোসেন, রতন আলীর ছেলে রবিন হোসেন, মেরাজ আকন্দের ছেলে আব্দুস ছালাম, ও মিজানুর রহমানের ছেলে নাইম হোসেন, মুরইল বাজারের জিল্লুর রহমানের ছেলে আরিফ হোসন ও রশিদুল ইসলামের ছেলে মাহবুবুর রহমান, লক্ষীপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে সেতু হোসেন, উথরাইল গ্রামের আব্দুল জলিলের ছেলে জাহাঙ্গীর আলম, সান্তাহার চা-বাগান এলাকার ছাবেদ আলীর ছেলে লিটন হোসেন, ছোটঝাকইর গ্রামের জয়তুল ইসলামের মেয়ে আনোয়ারা বেগম, তেতুলিয়া গ্রামের বকুল হোসেনের স্ত্রী টপি বেগম, ছাতারবাড়িয়া গ্রামের তবিবর রহমানের ছেলে আজিজুল ইসলাম বলা, রহিম উদ্দিন ডিগ্রী কলেজ এলাকার রফিকুল ইসলামের ছেলে শাহিন ইসলাম ও কুসুম্বী গ্রামের আফজাল হোসেনের ছেলে আমিনুল ইসলাম।
আরও পড়ুনআদমদীঘি অফিসার ইনচার্জ আতাউর রহমান বিষটি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন







