ভিডিও মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৬ জানুয়ারী, ২০২৬, ০১:৪০ রাত

'আজ ভেনেজুয়েলার সঙ্গে যা ঘটেছে, কাল অন্য দেশের সাথে তা ঘটবে'

ছবি: সংগৃহীত, 'আজ ভেনেজুয়েলার সঙ্গে যা ঘটেছে, কাল অন্য দেশের সাথে তা ঘটবে'

আন্তর্জাতিক ডেস্কযুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস গ্রেপ্তার হওয়ার দুই দিন পর প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বলেছেন তাদের ছেলে নিকোলাস মাদুরো গুয়েরা। সোমবার ভেনিজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশনে দেওয়া ভাষণে তিনি দাবি করেন, তার বাবাকে যুক্তরাষ্ট্র অপহরণ করেছে।

এই প্রেক্ষাপটে মাদুরোকে দেশে ফিরিয়ে আনতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আন্তর্জাতিক সংহতির আহ্বান জানান তিনি। মাদুরো গুয়েরা বলেন, কারাকাসে পরিচালিত মার্কিন সামরিক অভিযান ভেনিজুয়েলার সার্বভৌমত্বের চরম লঙ্ঘন। এ ধরনের ঘটনা কেবল ভেনিজুয়েলার জন্য নয়, বরং বিশ্বের যেকোনো স্বাধীন রাষ্ট্রের জন্যই ভয়াবহ নজির হতে পারে। তার ভাষায়, যদি কোনো রাষ্ট্রপ্রধানকে এভাবে অপহরণ করাকে স্বাভাবিক হিসেবে মেনে নেওয়া হয়, তবে কোনো দেশই আর নিরাপদ থাকবে না। আজ ভেনিজুয়েলার সঙ্গে যা ঘটেছে, কাল তা এমন যেকোনো দেশের সঙ্গে ঘটতে পারে যারা বশ্যতা স্বীকার করতে রাজি নয়।

তিনি আরও বলেন, এটি কোনো আঞ্চলিক সংকট নয়; বরং বৈশ্বিক স্থিতিশীলতা, মানবতা এবং রাষ্ট্রগুলোর সার্বভৌম সমতার ওপর সরাসরি হুমকি। বিশ্ববাসীর উদ্দেশে আবেগঘন কণ্ঠে তিনি বলেন, নিকোলাস মাদুরো, সিলিয়া ফ্লোরেস এবং ভেনিজুয়েলার প্রতি আন্তর্জাতিক সংহতি প্রকাশ এখন আর কেবল রাজনৈতিক সৌজন্য নয়, এটি একটি নৈতিক ও আইনি দায়িত্ব। এ ধরনের ঘটনার মুখে নীরবতা পালন মানে অপরাধীদের পরোক্ষ সমর্থন দেওয়া, যা আন্তর্জাতিক ব্যবস্থাকে দুর্বল করে দেবে।

আরও পড়ুন

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র নিকোলাস মাদুরো, তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস এবং আরও কয়েকজনের বিরুদ্ধে মাদক পাচার ও অস্ত্র সংশ্লিষ্ট অপরাধের অভিযোগ এনেছে, যেখানে নিকোলাস মাদুরো গুয়েরার নামও রয়েছে। ভাষণে তিনি নিজের বিরুদ্ধে আনা এসব অভিযোগ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে বলেন, তাকে ও তার পরিবারকে পরিকল্পিতভাবে রাজনৈতিক উদ্দেশ্যে হেনস্তা করা হচ্ছে এবং তারা নিরপরাধ হয়েও নিপীড়নের শিকার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'আজ ভেনেজুয়েলার সঙ্গে যা ঘটেছে, কাল অন্য দেশের সাথে তা ঘটবে'

আমি নির্দোষ এবং এখনও প্রেসিডেন্ট, বিচারককে মাদুরো

‘যেখানে সম্মান নেই, সেই খেলা দেখারও দরকার নেই’

হ্যাটট্রিক জয়ে শীর্ষে রংপুর রাইডার্স

পুলিশ হেফাজত থেকে হাতকড়াসহ পালালেন আ.লীগ নেতা

হাসপাতাল থেকে ছাড়া পেলেন ওবায়দুল কাদের