যুক্তরাজ্যে দিনের বেলায় টিভিতে এবং অনলাইনে জাংক ফুডের বিজ্ঞাপন নিষিদ্ধ
আন্তর্জাতিক ডেস্ক : শিশুদের স্থূলতা কমাতে যুক্তরাজ্যে সোমবার থেকে নতুন নিয়ম কার্যকর হয়েছে। এই নিয়মে চর্বি, লবণ ও চিনি বেশি থাকা খাবারের টেলিভিশন ও অনলাইন বিজ্ঞাপন নিষিদ্ধ করা হয়েছে। সরকার একে শিশুস্বাস্থ্য রক্ষায় ‘বিশ্বে অগ্রণী পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, রাত ৯টার আগে টিভিতে এবং যেকোনো সময় অনলাইনে এসব খাবারের বিজ্ঞাপন বন্ধ হওয়ায় বছরে শিশুদের খাদ্যতালিকা থেকে প্রায় ৭২০ কোটি ক্যালরি কমবে।
এতে প্রায় ২০ হাজার শিশু স্থূলতা থেকে রক্ষা পাবে এবং স্বাস্থ্যখাতে প্রায় ২ বিলিয়ন পাউন্ড আর্থিক সুফল মিলবে বলে আশা করা হচ্ছে। এই উদ্যোগ প্রথম ঘোষণা করা হয় ২০২৪ সালের ডিসেম্বরে। এর আগে সরকার মিল্কশেক, প্যাকেটজাত কফি ও মিষ্টিযুক্ত দই পানীয়ের মতো পণ্যের ওপর বাড়তি চিনি কর আরোপ করে। পাশাপাশি স্কুলের আশপাশে ফাস্টফুড দোকান স্থাপন বন্ধ করার ক্ষমতা দেওয়া হয়েছে স্থানীয় কর্তৃপক্ষকে।
সরকার বলছে, খাবারের বিজ্ঞাপন শিশুদের ওপর বড় প্রভাব ফেলে। অল্প বয়স থেকেই এসব বিজ্ঞাপন শিশুদের খাদ্যাভ্যাস গড়ে তোলে, যা স্থূলতা ও সংশ্লিষ্ট রোগের ঝুঁকি বাড়ায়। সরকারি তথ্যে দেখা যায়, ইংল্যান্ডে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়া প্রায় ২২ শতাংশ শিশু অতিরিক্ত ওজন বা স্থূলতায় ভোগে। মাধ্যমিক পর্যায়ে পৌঁছাতে এ হার বেড়ে এক-তৃতীয়াংশের বেশি হয়ে যায়।
এ ছাড়া ৫ থেকে ৯ বছর বয়সী শিশুদের হাসপাতালে ভর্তি হওয়ার প্রধান কারণ দাঁতের ক্ষয়।
স্বাস্থ্যমন্ত্রী অ্যাশলি ডালটন বলেন, রাত ৯টার আগে জাঙ্ক ফুডের বিজ্ঞাপন সীমিত করা এবং অনলাইনে অর্থের বিনিময়ে বিজ্ঞাপন নিষিদ্ধ করলে শিশুদের অস্বাস্থ্যকর খাবারের সংস্পর্শ কমবে। এটি জাতীয় স্বাস্থ্যসেবা (এনএইচএস)-কে শুধু চিকিৎসা নয়, রোগ প্রতিরোধেও আরো কার্যকর করবে।
স্থূলতা বিষয়ক সংস্থা ওবেসিটি হেলথ অ্যালায়েন্স এবং ডায়াবেটিস ইউকে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, স্থূলতা টাইপ-২ ডায়াবেটিসসহ কিডনি ও হৃদরোগের মতো গুরুতর অসুখের ঝুঁকি বাড়ায়, যা শিশুদের ভবিষ্যৎ স্বাস্থ্যের জন্য বড় হুমকি।
সূত্র : আলঅ্যারাবিয়া।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক








_medium_1767610269.jpg)