আবারও ট্রাম্পের তোপের মুখে ভারত
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার কাছ থেকে তেল কেনার বিষয়টি নিয়ে ভারতকে নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৫ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ হুঁশিয়ারি দেন। খবর : রয়টার্স।
ট্রাম্প বলেন, রাশিয়ার তেল ইস্যুতে তারা সহযোগিতা না করলে আমরা ভারতের ওপর শুল্ক বাড়াতে পারি। তবে একই সঙ্গে তিনি ইতিবাচক সুরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘ভালো মানুষ’ হিসাবে উল্লেখ করেন এবং বলেন, ভারত ‘তাকে খুশি করতে চায়’। তিনি আরও বলেন, ভারত মূলত আমাকে খুশি করতে চেয়েছে। প্রধানমন্ত্রী মোদি খুব ভালো মানুষ, তিনি একজন ভালো লোক। তিনি জানতেন আমি খুশি নই। আমাকে খুশি করার বিষয়টি ভারতের কাছে গুরুত্বপূর্ণ ছিল। তারা আমাদের সঙ্গে বাণিজ্য করে, এবং আমরা খুব দ্রুতই তাদের ওপর শুল্ক বাড়াতে পারি-ট্রাম্পের বক্তব্য কোড করে এমন সংবাদ ছেপেছে এনআইএ।
এদিকে ট্রাম্পের সঙ্গে থাকা মার্কিন সিনেটর লিন্ডসি গ্রাহাম সাংবাদিকদের জানান, ভারত যুক্তরাষ্ট্রের দাবিগুলো নিয়ে কাজ করছে। তিনি বলেন, ‘আমি এক মাস আগে ভারতীয় রাষ্ট্রদূতের বাড়িতে ছিলাম। তিনি শুধু এটিই বলতে চেয়েছেন যে ভারত কীভাবে রাশিয়ার তেল কেনা কমাচ্ছে। আর তিনি আমাকে প্রেসিডেন্টকে বলতে বলেছেন ২৫ শতাংশ শুল্ক শিথিল করতে।
আরও পড়ুনট্রাম্পের দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্র আগে ভারতের ওপর মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছিল, যার মধ্যে ২৫ শতাংশ ছিল রাশিয়ার অপরিশোধিত তেল কেনার ‘শাস্তি’ হিসেবে। বর্তমানে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের দিক থেকে ভারত অন্যতম সর্বোচ্চ অবস্থানে রয়েছে। প্রথমে ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়, এরপর গত বছরের ৭ আগস্ট তা বেড়ে ২৫ শতাংশে পৌঁছায় এবং একই মাসের শেষদিকে তা ৫০ শতাংশে উন্নীত করা হয়।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক





_medium_1767528525.jpg)


