ভিডিও মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৬ জানুয়ারী, ২০২৬, ১২:৪১ রাত

হাসপাতাল থেকে ছাড়া পেলেন ওবায়দুল কাদের

ছবি: সংগৃহীত, হাসপাতাল থেকে ছাড়া পেলেন ওবায়দুল কাদের

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অসুস্থ হয়ে ভারতের কলকাতার একটি হাসপাতালে দুদিন ভর্তি থাকার পর সোমবার (৬ জানুয়ারি) হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। আওয়ামী লীগের তিনজন নেতা পৃথকভাবে বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম বিবিসি বাংলাকে জানান,
“মি. কাদের এমনিতেই বার্ধক্যজনিত কারণে কিছুটা অসুস্থ। তার ওপর এবারে শীতও বেশ ভালোভাবে পড়েছে। তিনি নিয়মিত চিকিৎসার মধ্যেই থাকেন। মূলত কিছু রুটিন চেকআপের জন্য তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। সোমবার তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।”

তিনি আরও বলেন,
“বাংলাদেশের অনেক গণমাধ্যমে বলা হচ্ছে যে তিনি নাকি ভেন্টিলেশনে ছিলেন—এ ধরনের খবর সম্পূর্ণ গুজব।”

ভারতে অবস্থানরত আওয়ামী লীগের আরেক নেতা নাম প্রকাশ না করার শর্তে বিবিসি বাংলাকে জানান, গত সপ্তাহ থেকে ওবায়দুল কাদের শ্বাসকষ্টে ভুগছিলেন। চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিলেও শুরুতে বাসায় রেখেই অক্সিজেন দেওয়া হচ্ছিল। পরে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে দুদিনের জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন

ওই নেতা আরও জানান, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কাছেও ওবায়দুল কাদেরের অসুস্থতার খবর পৌঁছানো হয়েছে এবং তিনি নিয়মিত তার শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন।

তবে কলকাতার কোন হাসপাতালে ওবায়দুল কাদের চিকিৎসাধীন ছিলেন—এ বিষয়ে আওয়ামী লীগের কোনো নেতাই বিস্তারিত তথ্য দিতে চাননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি নির্দোষ এবং এখনও প্রেসিডেন্ট, বিচারককে মাদুরো

‘যেখানে সম্মান নেই, সেই খেলা দেখারও দরকার নেই’

হ্যাটট্রিক জয়ে শীর্ষে রংপুর রাইডার্স

পুলিশ হেফাজত থেকে হাতকড়াসহ পালালেন আ.লীগ নেতা

হাসপাতাল থেকে ছাড়া পেলেন ওবায়দুল কাদের

চট্টগ্রামে মুখোশ পরিহিত দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা খুন