জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধা ও ফাতেহা পাঠ
ঢাবি প্রতিনিধি : রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। এ সময় নেতাকর্মীরা তাঁদের কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করেন।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুম বিল্লাহ, সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দীন শাওন এবং সাংগঠনিক সম্পাদক মোঃ নূর আলম ভূঁইয়া ইমন।
এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ও বিভিন্ন হল কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, “দেশনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের এক অবিচ্ছেদ্য প্রতীক।
আরও পড়ুনতাঁদের আদর্শ, ত্যাগ ও সংগ্রাম আমাদের প্রেরণার উৎস। আমরা তাঁদের দেখানো পথ অনুসরণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাবো।” তিনি আরও বলেন, ছাত্রদল অতীতের মতো আগামীতেও গণতন্ত্র, মানুষের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষায় আপসহীন ভূমিকা পালন করবে।
মন্তব্য করুন

_medium_1767627218.jpg)
_medium_1767624817.jpg)
_medium_1767623511.jpg)

_medium_1767618246.jpg)
_medium_1767616909.jpg)

