ভেনেজুয়েলা নিয়ে নিরাপত্তা পরিষদে যা বললেন গুতেরেস
আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের ঘটনায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে পাঠ করা বিবৃতিতে তিনি বলেন, আন্তর্জাতিক আইনই হলো বিশ্বশান্তি ও নিরাপত্তা বজায় রাখার মূল ভিত্তি।
বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব ভেনেজুয়েলান নেতা নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটকের ঘটনায় সৃষ্ট সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে বিশেষ উদ্বেগ প্রকাশ করেন। তিনি সতর্ক করে বলেন, এই ঘটনার ফলে দেশটিতে চরম অস্থিরতা তৈরি হতে পারে, যা সমগ্র অঞ্চলে প্রভাব ফেলবে। একইসঙ্গে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে এটি একটি বিপজ্জনক নজির হয়ে থাকতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
গুতেরেস উল্লেখ করেন, ভেনেজুয়েলা কয়েক দশক ধরে অভ্যন্তরীণ অস্থিরতা এবং সামাজিক ও অর্থনৈতিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে। বর্তমানে সেখানে গণতন্ত্র চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং লাখ লাখ মানুষ দেশ ছেড়ে পালিয়েছে।
আরও পড়ুনপরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন হলেও গুতেরেস মনে করেন, সঠিক পদক্ষেপের মাধ্যমে একটি বৃহত্তর এবং বিধ্বংসী সংঘাত এড়ানো এখনো সম্ভব।
বর্তমান এই জটিল ও বিভ্রান্তিকর পরিস্থিতিতে সবাইকে আদর্শ ও মূলনীতির ওপর অবিচল থাকার আহ্বান জানিয়েছেন মহাসচিব। তিনি বলেন, মাদক পাচার, সম্পদ নিয়ে বিরোধ কিংবা মানবাধিকারের মতো সমস্যাগুলো সমাধানের জন্য আন্তর্জাতিক আইনেই পর্যাপ্ত দিকনির্দেশনা ও সরঞ্জাম রয়েছে। সংঘাতের পথে না গিয়ে আইনি পথ অনুসরণ করাই এখন একমাত্র সমাধান বলে তিনি উল্লেখ করেন।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক






