ভিডিও সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৫ জানুয়ারী, ২০২৬, ১০:৫০ রাত

নাটোর-১ আসন প্রতীক বরাদ্দের আগেই প্রতীকে গণসংযোগ, স্বতন্ত্র প্রার্থীকে শোকজ

নাটোর-১ আসন প্রতীক বরাদ্দের আগেই প্রতীকে গণসংযোগ, স্বতন্ত্র প্রার্থীকে শোকজ

লালপুর (নাটোর) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নেতা এড. তাইফুল ইসলাম টিপুকে শোকজ করেছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারক কমিটি। সহকারী রিটার্নিং কর্মকতা ও উপজেলা নির্বাহী অফিসার সৌরভ হোসেন জুলহাস শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল রোববার বিকেলে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারক কমিটির দায়িত্বপ্রাপ্ত রাজশাহীর যুগ্ম মহানগর দায়রা জজ মো. জাহিদ হাসানের স্বাক্ষরিত এক চিঠিতে তাকে শোকজ করা হয়।

শোকজ নোটিশে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনি এলাকা নাটোর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী এড. তাইফুল ইসলাম টিপুর সমর্থকেরা ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের ৩ সপ্তাহ আগে গত ২ জানুয়ারি নাটোরের লালপুর উপজেলার গোপালপুর বাজার এলাকায় মাথায় কলস নিয়ে নির্বাচনি প্রচারণা ও গণসংযোগ করেন। উক্ত ঘটনার ছবি ও ভিডিওসহ প্রতিবেদন বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়।

নোটিশে আরও বলা হয়, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা অনুযায়ী, ভোট গ্রহণের নির্ধারিত দিনের তিন সপ্তাহ আগে কোনো রাজনৈতিক দল কর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কোন ধরনের নির্বাচনি প্রচারণা চালাতে পারবে না।

আরও পড়ুন

কিন্তু আপনি ও আপনার সমর্থকরা বিধি লঙ্ঘন করেছেন। অনুসন্ধান কমিটি ঘটনাস্থল পরিদর্শন ও গণমাধ্যমে প্রকাশিত সংবাদের মাধ্যমে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে। এ কার্যক্রম আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে প্রতীয়মান হয়েছে।

এ অবস্থায় কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং নির্বাচন কমিশন সচিবালয়ে সুপারিশ প্রেরণ করা হবে না সে বিষয়ে ৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় নাটোর জজ কোর্টের নিচতলায় কমিটির কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা দিতে ব্যার্থ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে জানতে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা এড. তাইফুল ইসলাম টিপু বলেন, শোকজের চিঠি পেয়েছি এবং জবাবও দিয়েছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোর-১ আসন প্রতীক বরাদ্দের আগেই প্রতীকে গণসংযোগ, স্বতন্ত্র প্রার্থীকে শোকজ

বগুড়ায় ইয়াবাসহ ‘ডাব বাবু’ গ্রেফতার

দেশের সর্বনিম্ন তাপমাত্রা ঈশ্বরদীতে প্রতিদিনই নামছে তাপমাত্রার পারদ

১২ জানুয়ারি বগুড়ায় আসছেন তারেক রহমান

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধা ও ফাতেহা পাঠ