মুক্তির আগেই রেকর্ড গড়ল বিজয়ের ‘জননায়গন’
মুক্তি পেতে এখনও এক সপ্তাহ বাকি। অফিসিয়াল কোনো ট্রেলার প্রকাশ না পেয়েও আগাম টিকিট বিক্রিতেই রেকর্ড গড়েছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জননায়গন’। রাজনীতিতে সক্রিয় হওয়ার আগে এটিই যে তার অভিনীত শেষ ছবি এমন ঘোষণার পর থেকেই ছবিটি ঘিরে অনুরাগীদের উত্তেজনা পৌঁছে গেছে চরমে।
সম্প্রতি মালয়েশিয়ায় আয়োজিত বিশাল অডিও লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত হয়ে থালাপতি বিজয় নিজেই নিশ্চিত করেন, ‘জননায়গন’-ই তার শেষ সিনেমা। সেখানেই ভক্তদের উদ্দেশে ‘পর্দার নায়ক’ হিসেবে আবেগঘন বিদায় জানান তিনি। সেই ঘোষণার পরপরই শুরু হয় ছবিটির অগ্রিম টিকিট বুকিং, আর সেখান থেকেই ইতিহাস লেখা শুরু।
ট্রেড ওয়েবসাইট স্যাকনিল্ক-এর তথ্য অনুযায়ী, উদ্বোধনী দিনের শোসহ বিশ্বজুড়ে অগ্রিম টিকিট বিক্রি থেকেই ছবিটি ইতোমধ্যে প্রায় ১৫ কোটি রুপি আয় করেছে।
চমকপ্রদ বিষয়, এখনো পর্যন্ত ‘জননায়গন’-এর কোনো অফিসিয়াল ট্রেলার প্রকাশ হয়নি, তবুও এমন বিপুল সাড়া ট্রেড মহলে বিস্ময় তৈরি করেছে।
বিশেষ করে বিদেশের বাজারে ছবিটির চাহিদা চোখে পড়ার মতো। অগ্রিম বুকিং থেকেই আন্তর্জাতিক বাজারে ‘জননায়গন’-এর আয় দাঁড়িয়েছে আনুমানিক ১১ থেকে ১২ কোটি রুপি। উত্তর আমেরিকা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় থালাপতি বিজয়ের বিশাল ভক্ত থাকায় সেখান থেকেই এসেছে বড় অঙ্কের রাজস্ব।
আরও পড়ুনতবে ভারতের বাজারে এখনো অগ্রিম টিকিট বিক্রি তুলনামূলকভাবে কম। এখন পর্যন্ত প্রায় ৩ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছে। তবে এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে, বর্তমানে কেবল কর্ণাটক ও কেরালা রাজ্যেই বুকিং চালু রয়েছে।
ট্রেড বিশ্লেষকদের মতে, তামিলনাড়ু ও ভারতের অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলে বুকিং শুরু হলে অগ্রিম বিক্রির অঙ্কে বড় ধরনের উল্লম্ফন ঘটবে। কারণ, বিজয়ের ছবির বক্স অফিস সাফল্যের মূল ভরসা সাধারণত এই অঞ্চলগুলোই।
এদিকে নানা কারণেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘জননায়গন’। এটি যেমন থালাপতি বিজয়ের অভিনয়জীবনের শেষ অধ্যায়, তেমনি ছবিটি নন্দমুরি বালাকৃষ্ণ অভিনীত ‘ভগবন্ত কেশরী’-র রিমেক কি না, তা নিয়েও চলছে জোর আলোচনা।
মন্তব্য করুন



_medium_1767441719.jpg)
_medium_1767439430.jpg)

_medium_1767365413.jpg)


