ভিডিও শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬, ১৯ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৩ জানুয়ারী, ২০২৬, ০৬:৪৪ বিকাল

সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত বর্ষীয়ান অভিনেতা আশিস বিদ্যার্থী

সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত বর্ষীয়ান অভিনেতা আশিস বিদ্যার্থী

নতুন বছরের শুরুতেই সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন বর্ষীয়ান অভিনেতা আশিস বিদ্যার্থী ও তার স্ত্রী রূপালী বড়ুয়া। শুক্রবার গভীর রাতে গুয়াহাটির গীতানগর এলাকার জু রোডে এই দুর্ঘটনা ঘটে।

 
জানা গেছে, এদিন নৈশভোজ সেরে ফিরছিলেন আশিস ও রূপালী। রাস্তায় হাঁটতে গিয়ে দুজনে রাস্তা পার হওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাদের ধাক্কা দেয়।
আচমকা এই দুর্ঘটনায় তারা দুজনই আহত হন।
 
 
ঘটনার পরপরই বিষয়টি নিয়ে অনুরাগীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। শনিবার সকালে সেই দুশ্চিন্তার কথা জানতে পেরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় নিজেদের শারীরিক অবস্থার কথা জানান অভিনেতা।
 
ভিডিওতে আশিস বিদ্যার্থী বলেন, ‘আমি আর রূপালী এখন ভালো আছি।
 
 
আপনারা দুশ্চিন্তায় রয়েছেন জেনে মনে হলো আপডেট দেওয়া দরকার। আমি একেবারে ঠিক আছি। রূপালী চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছে। দুর্ঘটনায় আহত বাইকচালকেরও খোঁজ নিয়েছি।
তিনি আগের থেকে ভালো আছেন, তার জ্ঞান ফিরেছে।’
 
 
এই দুর্ঘটনায় শুধু আশিস বিদ্যার্থী ও তার স্ত্রীই নন, আহত হয়েছেন মোটরসাইকেলচালকও। তাকে দ্রুত গুয়াহাটি মেডিক্যাল কলেজে ভর্তি করা হয় এবং চিকিৎসা শুরু হয়েছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত বর্ষীয়ান অভিনেতা আশিস বিদ্যার্থী

সব কাজে এআই ব্যবহার করে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত করছেন না তো?

ঢাকায় নিয়োগ দেবে সজীব গ্রুপ, ৫০ বছরেও আবেদন

চেলসির মালিকপক্ষের বিরুদ্ধে সমর্থকদের আন্দোলনের ডাক

নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির আক্রমণে এক ব্যক্তি নিহত

দেশজুড়ে বিপুল সংখ্যক ক্লোন ও নকল আইএমইআই ফোন শনাক্ত