ভিডিও শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২

প্রকাশ : ০২ জানুয়ারী, ২০২৬, ০৭:০৮ বিকাল

বছরের প্রথম দিনেই শুটিং-এ তন্ময় সোহেল

তন্ময় সোহেল

অভি মঈনুদ্দীনঃ গতকালই শুরু হলো নতুন ইংরেজি বছর ২০২৬। আর বছরের প্রথম দিনেই শূটিং-এ অংশ নিয়েছেন বাংলাদেশের নাট্যাঙ্গনে এই প্রজন্মের জনপ্রিয় অভিনেতা তন্ময় সোহেল। ২০২৪ সাল থেকে তন্ময়ের অভিনয় জীবনের উত্থানের বছর ছিলো ২০২৫। ২০২৫ সালে তার অভিনীত বেশ কয়েকটি নাটক ছিলো বছরজুড়ে আলোচনায়।

বিশেষত আদিবাসী মিজানের ‘কালো জাদু -১’ ও ‘কালো জাদু-২’ এবং মুহিন খানের ‘পোয়াতি বউ’, ফজলুল সেলিমের ‘শিক্ষিত বউ’ ছিলো বেশ আলোচনায়। তন্ময় সোহেলের ইচ্ছে যেন ২০২৬ সালে এসেও তার কাজের এই ধারাবাহিকতটা বজায় থাকে। যে কারণে বছরের প্রথম দিনেও তিনি তার নিজের মতো করে সময় না কাটিয়ে তিনি শুটিং-এ অংশ নিয়েছেন। গতকাল বছরের প্রথম দিনে তিনি বর্ণনাথের পরিচালনায় ও এনডি আকাশের রচনায় ‘শ্বশুরবাড়ি বড় আপন’ নাটকের কাজ শেষ করেছেন। এতে তার বিপরীতে আছেন তাবাসসুম নিঝুম। আর আজ তিনি এ বাবুলের নির্দেশনায় ‘মুর্খ স্বামী’ নাটকের কাজ করবেন।

এছাড়াও আগামী ২০ জানুয়ারি পর্যন্ত তিনি সকাল আহমেদ, মুহিন খান, তাইফুর জাহান আশিক, আদিত্য জনি, সরাজ দেব ও ফজলুল সেলিমের নির্দেশনায় বিভিন্ন নাটকে শুটিং করবেন। এসব নাটকে তার বিপরীতে অভিনয় করবেন মিম চৌধুরী ও মিহি।

আরও পড়ুন

তন্ময় সোহেল বলেন,‘ আল্লাহর প্রতি অসীম কৃতজ্ঞতা যে আমি আজকের এই অবস্থানে আসতে পেরেছি। ২০২৫ সালটা আমার অভিনয় জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বছর ছিলো। আমি অনেক ভালো ভালো গল্পে অভিনয় করার সুযোগ পেয়েছি। অনেসক গুনী নির্মাতার নাটকে কাজ করার সুযোগ পেয়েছি। সবমিলিয়ে বেশ কিছু নাটকে অভিনয়ের জন্যও অভূতপূর্ব সাড়া পেয়েছি। আমার বিশ্বাস ২০২৬ সালটা আমার আরো ভালো যাবে। কারণ এরইমধ্যে বেশ কয়েকজন গুনী নির্মাতার নির্দেশনায় কাজের জন্য সিডিউল দেয়া হয়েছে। কাজগুলো আশা করছি ভালোভাবে শেষ হবে। প্রচারে এলে দারুণ সাড়া মিলবে বলেই আমার বিশ্বাস।’

তবে তন্ময় সোহেলের প্রবল ইচ্ছে একটি ভালো গল্পের চ্যালেঞ্জিং চরিত্রে সিনেমায় অভিনয় করার। যদিও আগে তিনি সিনেমায় অভিনয় করেছেন, কিন্তু মনের মতো চরিত্র মিলেনি তাতে। এখন সিনেমাতে অভিনয় করলে গল্পের কেন্দ্রীয় চরিত্রেই অভিনয় করতে চান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়া উদ্যানে হামলার শিকারের পর আজ ছদ্মবেশে এসে যা বললেন সিদ্দিক

বছরের প্রথম দিনেই শুটিং-এ তন্ময় সোহেল

ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালুর অনুমতি পেল বিমান

ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি

জামায়াতের সহকারী সেক্রেটারির মনোনয়ন বাতিল

৭ জানুয়ারির পর সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের