ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালুর অনুমতি পেল বিমান
দীর্ঘদিন পর আবারও পাকিস্তানের করাচিতে সরাসরি ডানা মেলতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। শুক্রবার (২ জানুয়ারি) পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম সামা নিউজ এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। নতুন বছরের শুরুতেই ঢাকা ও করাচির মধ্যে সরাসরি আকাশ সংযোগ স্থাপনের এই সিদ্ধান্তকে আঞ্চলিক বিমান চলাচলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ) সরকারের আনুষ্ঠানিক সবুজ সংকেত পাওয়ার পর বিমান বাংলাদেশকে এই ঐতিহাসিক রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি প্রদান করে। আপাতত এই অনুমোদনের মেয়াদ ২০২৬ সালের ৩০ মার্চ পর্যন্ত রাখা হয়েছে, তবে পরবর্তীতে দুই দেশের আলোচনার ভিত্তিতে এটি দীর্ঘায়িত করার সুযোগ রাখা হয়েছে।
ফ্লাইট পরিচালনার অনুমতি দিলেও পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। বিমান বাংলাদেশকে নির্ধারিত ও অনুমোদিত রুট কঠোরভাবে অনুসরণ করে পাকিস্তানের আকাশসীমা অতিক্রম করতে হবে। এ ছাড়া করাচি জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশের জন্য নির্দিষ্ট একটি স্লট বরাদ্দ দেওয়া হয়েছে। ঢাকা থেকে প্রতিটি ফ্লাইট উড্ডয়নের আগে করাচি বিমানবন্দর কর্তৃপক্ষকে যাত্রীদের পূর্ণাঙ্গ তথ্য ও অপারেশনাল সমন্বয় নিশ্চিত করার পাশাপাশি যাবতীয় নিরাপত্তা শর্ত পূরণ করতে হবে।
পাকিস্তানের বিমান চলাচল সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, ঢাকা ও করাচির মধ্যে সরাসরি যোগাযোগ দুই দেশের সাধারণ মানুষের জন্য আশীর্বাদ হয়ে আসবে। এর ফলে পর্যটন ও পারিবারিক যোগাযোগের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের প্রসারে নতুন গতি আসবে। সরাসরি ফ্লাইটের ফলে আগের তুলনায় অনেক কম সময়ে এবং সাশ্রয়ী খরচে দুই দেশের মানুষ যাতায়াত করতে পারবেন, যা দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতেও একটি বিশেষ তাৎপর্য বহন করছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1767357637.jpg)
_medium_1767357375.jpg)



_medium_1767353929.jpg)

