ফের জুটি বাঁধছেন দেব-শুভশ্রী
দীর্ঘ বিরতি, মান-অভিমান ও নানা বিতর্কের অবসান ঘটিয়ে আবারও একসঙ্গে বড় পর্দায় ফিরছেন ওপার বাংলার জনপ্রিয় তারকা জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলী। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, আগামী ২০২৬ সালের দুর্গাপূজায় তাদের নতুন সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সবকিছু চূড়ান্ত হলে দীর্ঘ সময় পর আবারও দর্শক দেব–শুভশ্রীকে একসঙ্গে দেখতে পাবেন।
২০২৫ সালে প্রায় এক দশক পর ‘ধূমকেতু’ সিনেমার মাধ্যমে পর্দায় ফিরেছিলেন এই জুটি। তবে সিনেমা মুক্তির পর প্রচারণা ঘিরে শুভশ্রীর অনুপস্থিতি এবং পারস্পরিক বক্তব্যকে কেন্দ্র করে দুজনের সম্পর্কে ফের দূরত্ব তৈরি হয়। এতে ভক্তদের মধ্যেও হতাশা দেখা দেয়। সেই টানাপোড়েন কাটিয়ে আবার একসঙ্গে কাজ করার খবরে নতুন করে উচ্ছ্বসিত অনুরাগীরা।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি অভিনেতা ও পরিচালক পরমব্রত চ্যাটার্জির একটি পারিবারিক অনুষ্ঠানে দেব ও শুভশ্রীকে দীর্ঘ সময় ধরে একান্তে কথা বলতে দেখা যায়। সেখান থেকেই ফের একসঙ্গে কাজ করার গুঞ্জন আরও জোরালো হয়। উপস্থিত অনেকেই বিষয়টিকে ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন।
নতুন সিনেমার নাম ও নির্মাতা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে টালিউডে গুঞ্জন, এটি দেবের ব্যবসাসফল সিনেমা ‘খাদান’–এর সিক্যুয়েল হতে পারে। ছবিটিতে প্রেম, অ্যাকশন ও রোম্যান্সের সমন্বয় থাকবে এবং দেবকে দেখা যেতে পারে আগের চেয়ে ভিন্ন লুকে। শুভশ্রীর চরিত্রও নাকি গল্পের গুরুত্বপূর্ণ অংশ জুড়ে থাকবে।
আরও পড়ুনএর আগে, বিভিন্ন সাক্ষাৎকারে দেব ও শুভশ্রী দুজনেই জানিয়েছিলেন, ভালো গল্প ও সঠিক সময় এলে তারা আবার জুটি বাঁধতে আপত্তি করবেন না। সেই মন্তব্যের পর থেকেই অনুরাগীরা নতুন করে আশায় বুক বেঁধেছিলেন। এবারের খবর সেই আশাকেই বাস্তবে রূপ দিতে যাচ্ছে বলে মনে করছেন অনেকে।
গত দেড় দশকে দেব–শুভশ্রী জুটি টালিউডকে উপহার দিয়েছে একের পর এক সুপারহিট সিনেমা। এর মধ্যে রয়েছে ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’, ‘চ্যালেঞ্জ’, ‘খোকাবাবু’ ও ‘খোকা ৪২০’। যেগুলো বক্স অফিসে সাফল্যের পাশাপাশি দর্শকের হৃদয়েও জায়গা করে নেয়। ব্যক্তিগত ও পেশাগত কারণে দীর্ঘদিন আলাদা পথে হাঁটলেও এবার সেই জনপ্রিয় জুটি আবার এক হওয়ার পথে-এমনটাই মনে করছেন সিনেমাপ্রেমীরা।
মন্তব্য করুন


_medium_1767439430.jpg)

_medium_1767365413.jpg)
_medium_1767359317.jpg)
_medium_1767356107.jpg)


