ভিডিও বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

প্রকাশ : ৩১ ডিসেম্বর, ২০২৫, ০৩:১১ দুপুর

জানাজাস্থলে বেগম খালেদা জিয়ার মরদেহ

জানাজাস্থলে বেগম খালেদা জিয়ার মরদেহ, ছবি: সংগৃহীত।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজাস্থলে নেওয়া হয়েছে। আজ বুধবার বেলা পৌনে ৩টার লাল-সবুজ পতাকায় মোড়ানো ফ্রিজার ভ্যানে করে তার মরদেহ নেওয়া হয়।

এর আগে দুপুর ২টা ৫ মিনিটে জানাজাস্থলে পৌঁছান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে উপদেষ্টা পরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধান এবং বিএনপিসহ রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত হয়েছেন। এদিকে, খালেদা জিয়ার নামাজে জানাজায় ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মাদ আবদুল মালেক। কিছুক্ষণের মধ্যেই খালেদা জিয়ার নামাজে জানাজা শুরু হবে।

এর আগে বেলা ১১টা ৫০ মিনিটে মানিক মিয়া অ্যাভিনিউয়ে আনা হয় খালেদা জিয়ার মরদেহ। সেখানেই তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বেগম জিয়াকে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হবে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জানাজাস্থলে বেগম খালেদা জিয়ার মরদেহ

দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

তলানির দলের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি ম্যানইউ’র

খালেদা জিয়ার জানাজায় তিন বাহিনী প্রধান

যতদূর দৃষ্টি যায়, শুধু মানুষ আর মানুষ

গাজায় ৩৭টি ত্রাণ সংস্থার কার্যক্রম বন্ধ করছে ইসরায়েল