দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
নবাবগঞ্জ ( দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরে নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় হুমায়ুন কবির (২৯) নামে একজন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে বিরামপুর-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে নবাবগঞ্জ থানাধীন বাজিতপুর তুলশী গংগা নদীর ব্রিজের ওপর। তিনি উপজেলার শালখুরিয়া ইউনিয়নের কশিগাড়ী গ্রামের তোজাম্মেল হোসেনের ছেলে।
নবাবগঞ্জ থানার এসআই মনভোলা চন্দ্র দাস জানান, নিহত হুমায়ুন মোটরসাইকেল চালিয়ে ঢাকা থেকে নিজ বাড়ি ফেরার পথে উপরোক্ত স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হন। সাথে সাথে তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে থানায় একটি জিডি হয়েছে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন









