ভিডিও বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

প্রকাশ : ৩১ ডিসেম্বর, ২০২৫, ০২:৪৮ দুপুর

খালেদা জিয়ার জানাজায় তিন বাহিনী প্রধান

খালেদা জিয়ার জানাজায় তিন বাহিনী প্রধান, ছবি: সংগৃহীত।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে এসছেন-সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরা।

আজ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন জানাজাস্থলে পৌঁছান। জানাজা শেষে তিন বাহিনীর প্রধান বেগম জিয়ার কফিনে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং কিছু সময় নীরবে দাঁড়িয়ে থেকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করবেন।

এদিকে প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে সকাল থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষ জানাজাস্থলে জড়ো হন। জানাজা ও দাফন-পূর্ব আনুষ্ঠানিকতা ঘিরে পুরো এলাকায় কয়েক স্তরের কড়া নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও র‌্যাবের পাশাপাশি আনসার বাহিনীর দেড় হাজার সদস্য মোতায়েন রয়েছে। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার জানাজায় তিন বাহিনী প্রধান

যতদূর দৃষ্টি যায়, শুধু মানুষ আর মানুষ

গাজায় ৩৭টি ত্রাণ সংস্থার কার্যক্রম বন্ধ করছে ইসরায়েল

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে যোগ দিচ্ছেন ৩২ দেশের কূটনীতিক

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

তারেক রহমানের হাতে শোকবার্তা তুলে দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী