ভিডিও বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

প্রকাশ : ৩১ ডিসেম্বর, ২০২৫, ০২:৪৬ দুপুর

যতদূর দৃষ্টি যায়, শুধু মানুষ আর মানুষ

যতদূর দৃষ্টি যায়, শুধু মানুষ আর মানুষ, ছবি: দৈনিক করতোয়া ।

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও এর আশপাশ এলাকায় যতদূর চোখ যায়, শুধু মানুষ আর মানুষ। লাখ লাখ মানুষ এসেছেন আপসহীন নেত্রীকে শেষ বিদায় দিতে। 

সারা জীবন দেশের জন্য, গণতন্ত্রের জন্য লড়াই করে জীবনের শেষ মুহূর্তে জাতীয় ঐক্যের প্রতীক হয়ে ওঠা খালেদা জিয়া যে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপাসনের পরিচয় ছাপিয়ে গেছেন, তা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে মানুষের এই জনস্রোত। সারাদেশ থেকে ছুটে এসেছেন মানুষ। বাংলাদেশের নেতা খালেদা জিয়াকে বিদায় জানাতে। গেলো কয়েকদিনের কনকনে ঠান্ডা দূর করে মিষ্টি রোদ উঠেছে নগরীতে, তাতে কিছুটা স্বস্তি পাচ্ছে আগত জনতা।

দেখা গেছে, সংসদ ভবন এলাকা, মানিক মিয়া অ্যাভিনিউ এবং আশপাশের সড়কজুড়ে মানুষের ঢল। এই স্রোত পৌঁছে গেছে ফার্মগেটেও। কঠোর নিরাপত্তায় সকাল ১১টা ৪৮ মিনিটের দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছে বেগম খালেদা জিয়ার মরদেহ। রাষ্ট্রীয় প্রোটকলে লাল-সবুজ রঙের জাতীয় পতাকায় মোড়ানো ফ্রিজার ভ্যানে করে তার মরদেহ আনা হয়।

আরও পড়ুন

এর আগে, বেলা ১১টার দিকে ছেলে গুলশানে তারেক রহমানের বাসা থেকে খালেদা জিয়ার মরদেহ বহনকারী ফ্রিজার ভ্যানটি যাত্রা শুরু করে। তার আগে সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানে নেওয়া হয় খালেদা জিয়ার লাশ।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যতদূর দৃষ্টি যায়, শুধু মানুষ আর মানুষ

গাজায় ৩৭টি ত্রাণ সংস্থার কার্যক্রম বন্ধ করছে ইসরায়েল

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে যোগ দিচ্ছেন ৩২ দেশের কূটনীতিক

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

তারেক রহমানের হাতে শোকবার্তা তুলে দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

জনসমুদ্র মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকা