চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা থেকে শফিকুল আলম (৫২) নামে একজন গরু ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি নাচোলের শ্রীরামপুর মোহনবাগান গ্রামের মৃত আজাহার আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় নিজ বাড়ির বারান্দার টিনের ছাদের লোহার এঙ্গেলের সাথে নাইলনের রশির ফাঁস দেন শফিকুল। পরে তার স্ত্রী জলি বেগম তাকে ঝুলন্ত দেখে চিৎকার করলে পরিবারের অন্যান্য সদস্য ও প্রতিবেশিরা দৌঁড়ে এসে শফিকুলকে মৃত অবস্থায় পান। এ অবস্থায় পুলিশে খবর দেয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
আরও পড়ুননাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী বলেন, শফিকুল এনজিও থেকে নেওয়া ঋণসহ বিভিন্ন ঋণ সংক্রান্ত কারণে হতাশায় ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ঋণের কারণেই আত্মহত্যা করেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবদেন পেলে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান ওসি।
মন্তব্য করুন









