ঠাকুরগাঁওয়ের হরিপুরে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে সরিষার চাষাবাদ
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সরিষার আবাদ হয়েছে। মাঠে মাঠে শুধু সরিষা ফুলের হলুদের সমারোহ। ভালো ফলনের আশা কৃষকের। হরিপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবছর সরিষার চাষাবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৪২শ’ হেক্টর কিন্তু তা ছড়িয়ে আবাদ হয়েছে ৪ হাজার ৯৫০ হেক্টর।
গত বছর আবাদ হয়েছিল ৩ হাজার ৪৭০ হেক্টর। গত বছর কে ছাড়িয়ে এ বছর বেশি আবাদ হয়েছে ১ হাজার ৪৮০ হেক্টর। রনহাট্রা গ্রামের কৃষক বেলাল বলেন, আমি এবার ৩ বিঘা জমিতে সরিষার চাষাবাদ করেছি। সরিষার ক্ষেত ভালো হয়েছে এখন পর্যন্ত সমস্যা হয়নি সরিষা গাছে বেশ ফুল ও ফল হয়েছে।
আশা করি ভালো ফলন পাবো। সরিষা তোলার পর ওই জমিতে ধান রোপণ করবো। কৃষক সুজন বলেন, আমি দুই বিঘা জমিতে সরিষা আবাদ করেছি। ওই সরিষা দিয়ে আমি সারা বছর পরিবারের তেলের চাহিদা পূরণ করবো।
আরও পড়ুনহরিপুর উজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ শাহিনুর বলেন, এবছর আবহাওয়া ভালো থাকায় এ উপজেলায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সরিষার আবাদ হয়েছে ৪ হাজার ৯৫০ হেক্টর। গত বছর আবাদ হয়েছিল ৩ হাজার ৪৭০ হেক্টর সে অনুযায়ী এ বছর ১ হাজার ৪৮০ হেক্টর আবাদ বেশি হয়েছে। ৪ হাজার ৯৫০ হেক্টরের মধ্যে বারী ১৪ সরিষার ৩২ বিঘা প্রণোদনা, বারী ১ হাজার ৪২০ ও বীনা ১১ জাতের ৩ হেক্টর প্রদর্শনী প্লট রয়েছে।
এ বছর প্রতি হেক্টরে ফলন ধরা হয়েছে ১.৫ মেট্রিক টন। কম খরচে কম সময়ের মধ্যে অধিক মুনাফা অর্জনকারী ফসল হওয়ায় সরিষা চাষের প্রতি কৃষকের আগ্রহ বাড়ছে।
মন্তব্য করুন







