ভিডিও শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৭ ডিসেম্বর, ২০২৫, ০৩:২৩ দুপুর

তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, দুই রাজ্যে জরুরি অবস্থা জারি

তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, দুই রাজ্যে জরুরি অবস্থা জারি, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে আঘাত হেনেছে তুষারঝড়। এতে কয়েক হাজার ফ্লাইট ইতিমধ্যে বাতিল বা স্থগিত করা হয়েছে। এছাড়া নিউইয়র্ক ও নিউ জার্সিতে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা।

সংবাদমাধ্যম সিবিএস নিউজ শনিবার (২৭ ডিসেম্বর) জানিয়েছে, নিউইয়র্কে স্মরণকালের সবচেয়ে বেশি তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তুষারপাতের কারণে জমা হওয়া বরফ শহরটি চিন্তার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। নিউইয়র্ক এলাকায় ২ থেকে ৫ ইঞ্চি তুষারপাত হতে পারে। এছাড়া লং আইল্যান্ড এবং উত্তর জার্সিতেও একইরকম পরিস্থিতি হতে পারে। অপরদিকে পূর্ব লং আইল্যান্ড এবং কানেক্টিকাটে ৫ থেকে ১০ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে। অতিরিক্ত তুষারপাতের কারণে দৃশ্যমানতা ব্যাপক হ্রাস পেয়েছে। এতে করে নিরাপদ যান চলাচল একেবারে অসম্ভব হয়ে পড়েছে।

নিউইয়র্কের জরুরি ব্যবস্থাপনা বিভাগ কিছু নির্দেশনা জারি করেছে। তারা বলেছে, সড়ক পিছল হয়ে যাবে। সন্ধ্যা ও রাতের দিকে ধীরগতিতে গাড়ি চালাতে চালকদের অনুরোধ করেছে তারা। নিউ জার্সিতে তুষারঝড়ের কারণে পরিস্থিতি খুবই অল্প সময়ের মধ্যে খারাপ হয়ে গেছে। এরফলে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সেখানকার সড়কগুলো বরফে ঢেকে গেছে। এছাড়া হিমশীতল বৃষ্টি মানুষের জীবনকে করে তুলেছে দুর্বিষহ।

আরও পড়ুন

এদিকে গতকাল শুক্রবার অন্তত এক হাজার ফ্লাইট বাতিল ও চার হাজার ফ্লাইট স্থগিত করা হয়েছে। বড়দিন উপলক্ষ্যে বছরের এ সময়টায় বিমানে সবচেয়ে বেশি মানুষ চলাচল করেন। কিন্তু তুষারঝড়ের কারণে তারা এখন বেকায়দায় পড়েছেন। সূত্র : সিবিসি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, দুই রাজ্যে জরুরি অবস্থা জারি

বিএনপিতে যোগ দিলেন গণঅধিকারের রাশেদ খাঁন

মাঠেই হার্ট অ্যাটাক, পরপারে ঢাকা ক্যাপিটালসের কোচকে

তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি, চীনা নিষেধাজ্ঞায় ২০ মার্কিন কোম্পানি

ভোটার হলেন তারেক রহমানের মেয়ে জাইমা রহমান

বিএনপি নেতার মোবাইল চু/রি করতে গিয়ে হাতেনাতে ধরা