সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিলো ইসরায়েল
বিশ্বের প্রথম দেশ হিসেবে সোমালিয়ার বিচ্ছিন্ন অঞ্চল সোমালিল্যান্ডকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে ইসরায়েল।
শুক্রবার (২৬ ডিসেম্বর) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ঐতিহাসিক ঘোষণা দেন। এই পদক্ষেপের ফলে কয়েক দশক ধরে আন্তর্জাতিক স্বীকৃতির অপেক্ষায় থাকা সোমালিল্যান্ডের জন্য নতুন এক কূটনৈতিক পথ উন্মোচিত হলো।
ইসরায়েলি প্রধানমন্ত্রী জানান, কৃষি, স্বাস্থ্য ও প্রযুক্তি খাতে সোমালিল্যান্ডের সঙ্গে তাৎক্ষণিকভাবে সহযোগিতা সম্প্রসারণের পরিকল্পনা করছে তেল আবিব। অন্যদিকে সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট আবদিরাহমান মোহাম্মদ আবদুল্লাহি একে একটি ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে অভিহিত করেছেন।
সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট এক বিবৃতিতে জানিয়েছেন, তার দেশ ইসরায়েলের সঙ্গে ‘আব্রাহাম অ্যাকর্ডস’-এ যুক্ত হবে। তিনি মনে করেন, এটি মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় স্থিতিশীলতা ও পারস্পরিক সমৃদ্ধি বৃদ্ধির পথে একটি বড় পদক্ষেপ। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার জানিয়েছেন, দুই দেশ পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে এবং দ্রুতই রাষ্ট্রদূত নিয়োগ ও দূতাবাস খোলার প্রক্রিয়া শুরু হবে।
এদিকে ইসরায়েলের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে সোমালিয়া, মিশর, তুরস্ক এবং জিবুতি। এক যৌথ বিবৃতিতে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ইসরায়েলের এই ঘোষণাকে ‘পুরোপুরি প্রত্যাখ্যান’ করেছেন।
আরও পড়ুনমিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা সোমালিয়ার ঐক্য, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সমর্থন বজায় রাখবে। তারা সতর্ক করে বলেছে, সার্বভৌম রাষ্ট্রের অংশকে এভাবে স্বীকৃতি দেওয়া আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের পরিপন্থী এবং এটি ভবিষ্যতে একটি বিপজ্জনক নজির হয়ে থাকবে।
তুরস্কের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলের এই পদক্ষেপ সোমালিয়ার অভ্যন্তরীণ বিষয়ে নগ্ন হস্তক্ষেপ এবং এটি পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলবে।
প্রসঙ্গত, ১৯৯১ সালে সোমালিয়া থেকে বিচ্ছিন্ন হওয়ার পর সোমালিল্যান্ডের নিজস্ব মুদ্রা, পাসপোর্ট ও পুলিশ বাহিনী থাকলেও আজ পর্যন্ত কোনো দেশ বা আন্তর্জাতিক সংস্থা তাদের স্বীকৃতি দেয়নি। প্রায় ৬০ লাখ জনসংখ্যার এই অঞ্চলটি দীর্ঘদিন ধরে বৈশ্বিক বিচ্ছিন্নতার সঙ্গে লড়াই করে আসছে।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক
_medium_1766777372.jpg)

_medium_1766734685.jpg)



_medium_1766780359.jpg)
_medium_1766756579.jpg)
