ভিডিও বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৪ ডিসেম্বর, ২০২৫, ০৩:৫৫ দুপুর

গাজীপুরে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা, আটক ৬

গাজীপুরে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা, আটক ৬

গাজীপুরের শ্রীপুরে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এক নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইট ভাটার ম্যানেজার, নিরাপত্তা প্রহরীসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার (২৩ ডিসেম্বর) ভোর ৪টার দিকে শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের কেবিএম ব্রিকস নামের এক ইট ভাটায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ নাসির আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের নাম ফরিদ সরকার (৪১)। তিনি গোসিংগা ইউনিয়নের নারায়নপুর গ্রামের জামাল উদ্দিন সরকারের ছেলে। তিনি শ্রীপুরের গোসিংগা ইউনিয়নের জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

আরও পড়ুন

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০ বছর প্রবাস জীবন শেষে বছর খানেক আগে দেশে আসেন ফরিদ। এরপর গোসিংগা এবিএম ব্রিকস নামে ইট ভাটায় মাটি সরবরাহ করতেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে রাতের খাবার খেয়ে ইটভাটায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আসেন তিনি। পরে পরিবারের সদস্যরা স্থানীয় সদস্য সবুজ মেম্বারের মাধ্যমে জানতে পারেন ফরিদ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। এ খবর পেয়ে ইট ভাটায় এসে দেখেন ফরিদ মাটিতে পড়ে আছেন। তবে তার গায়ে ধারালো অস্ত্রের একাধিক আঘাত ছিল। পরে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফরিদকে মৃত ঘোষণা করেন। পরে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইট ভাটার ম্যানেজার, নিরাপত্তা প্রহরীসহ ৬ জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

শ্রীপুর মডেল থানার ওসি মোহম্মদ নাসির আহমদ বলেন, প্রাথমিকভাবে কিছু তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে তা পরে জানানো হবে।

এদিকে, ফরিদের হঠাৎ মৃত্যুতে শোকাহত তার পরিবার ও আত্মীয় স্বজন। মরদেহ দেখতে শত শত এলাকাবাসী নিহতের বাড়িতে ভিড় জমান। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের দাবি জানিয়েছেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা, আটক ৬

লিবিয়ার সেনাপ্রধানের বিমান বিধ্বস্তের কারণ জানাল তুরস্ক

‘প্রেমের প্রস্তাব দেওয়ায় স্টাম্প দিয়ে পিটিয়েছিলাম’

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে প্রাক্তন স্ত্রী নিহত, আটক ১

মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী গ্রেপ্তার

গল্প চুরির অভিযোগে আইনি বিপাকে করণ জোহর