নওগাঁর বদলগাছীতে তাপমাত্রা নেমেছে ১১.৯ ডিগ্রিতে
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। কনকনে শীতে সাধারণ মানুষ জবুথবু হয়ে পড়েছেন। সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৩. ৯ ডিগ্রি সেলসিয়াস। পাঁচদিন থেকে সূর্যের মুখ দেখা যাচ্ছে ন। বেলা ২টার পরে কিছুটা রোদ গায়ে লাগলেও রোদের উষ্ণতা নেই। বিকেল ৪টার পর থেকে নামছে কনকনে শীত ও রাতে পড়ছে বৃষ্টির মত ঘন কুয়াশা। বদলগাছী আবহাওয়া অফিস আজ বুধবার সকাল ৬টায় বদলগাছীসহ জেলার আশেপাশে এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১১.৯ ডিগ্রি সেলসিয়াস। এলাকাবাসী জানান, তীব্র শীত উপেক্ষা করে চলছে আলুসহ বিভিন্ন রবি শস্যের পরিচর্যা। দিনমজুর, কৃষি শ্রমিকেরা জীবন জীবিকার তাগিদে এই কনকনে শীত উপেক্ষা করে মাঠে নামছেন। রাত ১২টার পর থেকে বৃষ্টির মতো ঘন কুয়াশা পড়তে শুরু করে। সকাল থেকে শুরু হয় শৈত্যপ্রবাহ। কুয়াশার কারণে রাস্তাঘাট দেখা যায় না। দিনের বেলা হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।

বদলগাছী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক হামদিুল ইসলাম গত কয়েকদিন থেকেই তাপমাত্রা নেমে আসছে। মঙ্গলবার ছিল তাপমাত্রা ১২.১ ডিগ্রি সেলসিয়াস, আজ বুধবার ১১.৯ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন
মন্তব্য করুন



_medium_1766513472.jpg)




