ভিডিও বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৪ ডিসেম্বর, ২০২৫, ০২:২৮ রাত

জকসুতে ১৩ দফা ইশতেহার দিলো ছাত্রদল সমর্থিত প্যানেল

ছবি: সংগৃহীত, জকসুতে ১৩ দফা ইশতেহার দিলো ছাত্রদল সমর্থিত প্যানেল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন সামনে রেখে ১৩ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল ও ছাত্র অধিকার সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল। ইশতেহারে স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিতকরণ ও আবাসন সংকট নিরসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে ভাষা শহীদ রফিক ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভিপি প্রার্থী একেএম রাকিব ইশতেহার পাঠ করেন। পরে অন্যান্য প্রার্থীরা বিভিন্ন দফা তুলে ধরেন।

১৩ দফার মধ্যে রয়েছে গণতান্ত্রিক ও নিরাপদ ক্যাম্পাস, আবাসন সংকটের তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি সমাধান, ক্যাম্পাস অবকাঠামো উন্নয়ন ও দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত শেষ করা, পরিবহন ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্যসম্মত খাবার ও মানসম্মত চিকিৎসাসেবা, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, প্রশাসনিক হয়রানি কমানো, কর্মসংস্থান ও ক্যারিয়ার উন্নয়ন, ক্রীড়া-সংস্কৃতি চর্চা, নারী শিক্ষার্থীদের অধিকার সুরক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং অসচ্ছল ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য বিশেষ উদ্যোগ।

আরও পড়ুন

সংবাদ সম্মেলনে তিন স্বতন্ত্র ভিপি প্রার্থী—চন্দন কুমার দাস, রাকিব হাসান ও মাশরুফ আহম্মেদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে একেএম রাকিবকে সমর্থনের ঘোষণা দেন। তারা বলেন, জবিয়ানদের অধিকার রক্ষায় ঐক্য জরুরি, তাই বৃহত্তর স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকসুতে ১৩ দফা ইশতেহার দিলো ছাত্রদল সমর্থিত প্যানেল

ঢাকা থেকে বিপিএল সরিয়ে নেওয়া প্রসঙ্গে যা বললেন বিসিবি সভাপতি

হাদি হত্যা: প্রধান আসামি ফয়সালের ৮ ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

নির্বাচনে ম্যাজিস্ট্রেটের সংখ্যা না বাড়লে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চায় পুলিশ

৩০ রাষ্ট্রদূতকে একযোগে প্রত্যাহার করছে ট্রাম্প প্রশাসন

চোখের নিচে কালো দাগ: কারণ ও চিকিৎসা