ভিডিও মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৩ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৮ রাত

নওগাঁ সীমান্তে বিজিবি’র টহল জোরদার

নওগাঁ সীমান্তে বিজিবি’র টহল জোরদার

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পার্শ্ববর্তী দেশে পালিয়ে যাওয়া ঠেকাতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আইন শৃঙ্খলা রক্ষায় অস্থায়ী চেকপোষ্টের মাধ্যমে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে ১৪ বিজিবি পত্নীতলা ও ১৬ বিজিবি নওগাঁ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার সীমান্তবর্তী উপজেলা ধামইরহাট, সাপাহার ও পোরশা এলাকায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং দুষ্কৃতকারীদের পার্শ্ববর্তী দেশে পালিয়ে যাওয়া ঠেকাতে ১৪ ও ১৬ বিজিবি এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক চোরাচালান, অবৈধ পণ্য পাচার এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিরলসভাবে কাজ করা হচ্ছে। নানা প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে দিন-রাত দায়িত্ব পালন করছে বিজিবি সদস্যরা। সীমান্তের সকল যাতায়াত পয়েন্টে একাধিক চেকপোষ্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। পাশাপাশি ব্যাটালিয়ান সদর থেকে মোবাইল টহলের মাধ্যমে সীমান্ত এলাকায় প্রবেশ পথগুলোতেও কঠোর নজরদারি ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

আরও পড়ুন

নওগাঁ ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এবং পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি) এর অধিনায়ক লে: কর্নেল মো: আব্দুল্লাহ আল মামুন বলেন, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় টহল জোরদার, নজরদারি বৃদ্ধি, বিশেষ চেকপোষ্ট এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। অবৈধ অনুপ্রবেশ রোধ এবং দুষ্কৃতকারীদের পালিয়ে যাওয়া ঠেকাতে বিজিবির এই তৎপরতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁ সীমান্তে বিজিবি’র টহল জোরদার

দিনাজপুরে জলাতঙ্ক প্রতিরোধ ভ্যাকসিন সংকট

বগুড়ার সাতটি সংসদীয় আসনে ১৭ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদকসেবী ও গাঁজা ব্যাবসায়ীসহ আটক ৪

সিরাজগঞ্জের শাহজাদপুরে দুইটি ইটভাটার লক্ষাধিক টাকা জরিমানা

বগুড়া-৫ আসনে জামায়াত প্রার্থী দবিবুর রহমানের মনোনয়নপত্র সংগ্রহ