ভিডিও বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৪ ডিসেম্বর, ২০২৫, ১১:৩০ দুপুর

রামপুরায় ২৮ জনকে হত্যা

আজ কর্নেল রেদোয়ানসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ

আজ কর্নেল রেদোয়ানসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ, ছবি: সংগৃহীত।

রামপুরায় জুলাই আন্দোলনের সময় ২৮ জনকে হত্যার মামলায় সেনা কর্মকর্তা কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়া হবে আজ। বুধবার (২৪ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেল এ আদেশ দেবেন।মামলার অপর আসামিরা হলেন- মেজর রাফাত বিন আলম, খিলগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।এদের মধ্যে দুই সেনা কর্মকর্তা বর্তমানে গ্রেপ্তার রয়েছেন এবং তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। অপর দুই পুলিশ কর্মকর্তা পলাতক রয়েছেন।এর আগে রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠন এবং আসামিপক্ষের অব্যাহতির আবেদনের ওপর শুনানি শেষ হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষ জানায়, জুলাই আন্দোলনের সময় রাজধানীর রামপুরা এলাকায় বিজিবি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন কর্নেল রেদোয়ানুল ইসলাম। আন্দোলন দমনের অংশ হিসেবে তিনি সরাসরি ছাত্র-জনতার ওপর গুলি চালান, যার প্রমাণ বিভিন্ন ভিডিও ফুটেজে পাওয়া গেছে বলে দাবি করা হয়।

অন্যদিকে আসামিপক্ষ সব অভিযোগ অস্বীকার করে নিজেদের নির্দোষ দাবি করেন এবং মামলার অভিযোগ থেকে অব্যাহতি চান।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ কর্নেল রেদোয়ানসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ

৩০০ ফিটে তারেক রহমানকে বরণে প্রস্তুত বিশাল মঞ্চ

ফেরারি আসামিরা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না, ইসির বিশেষ পরিপত্র জারি 

জকসুতে ১৩ দফা ইশতেহার দিলো ছাত্রদল সমর্থিত প্যানেল

ঢাকা থেকে বিপিএল সরিয়ে নেওয়া প্রসঙ্গে যা বললেন বিসিবি সভাপতি

হাদি হত্যা: প্রধান আসামি ফয়সালের ৮ ব্যাংক হিসাব জব্দের নির্দেশ