ভিডিও রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২

প্রকাশ : ২১ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৮ দুপুর

নারায়ণগঞ্জে ফেরি থেকে ৫ যানবাহন নদীতে, নিহত ৩

নারায়ণগঞ্জে ফেরি থেকে ৫ যানবাহন নদীতে, নিহত ৩, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: নারায়ণগঞ্জে ফতুল্লার  ধলেশ্বরী নদীতে ফেরি থেকে কয়েকটি যানবাহন নিয়ে নদীতে পড়ে যাওয়ায় ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) রাত দুইটার দিকে নদী থেকে দুইজনের মরদেহ্ উদ্ধার করা হয়। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহতরা হলেন ভ্যানচালক স্বাধীন, প্রবাসী মাসুদ এবং রফিকুল ইসলাম। পুলিশ গণমাধ্যমে জানায়, শনিবার রাত নয়টার দিকে ধলেশ্বরী নদীর ফতুল্লার পূর্ব প্রান্ত থেকে যানবাহন নিয়ে একটি ফেরি পশ্চিম পারের বক্তাবলি ঘাটে যাচ্ছিল। একপর্যায়ে ফেরিটি মাঝ নদীতে গেলে একটি মিনি ট্রাকের ড্রাইভার ট্রাকটি চালু করে। এ সময় ট্রাকের ধাক্কায় দুটি অটোরিকশা, একটি ভ্যান গাড়ি ও একটি মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যাত্রীসহ নদীতে পড়ে যায়। এ সময় বেশ কয়েকজন যাত্রী তীরে উঠতে সক্ষম হলেও তিন যাত্রী নিখোঁজ হয়।

আরও পড়ুন

পুলিশ আরও জানায়, পরে ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। নিহতদের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে ফেরি থেকে ৫ যানবাহন নদীতে, নিহত ৩

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিহত ৬ সেনার জানাজা অনুষ্ঠিত

কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ

হাতিয়ায় বিএনপির কার্যালয়ে আ.লীগের হামলা, আহত ৪

ওসমান হাদিকে নিয়ে ফেসবুকে ‘আপত্তিকর’ পোস্ট, ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২

আরবে দেখা গেছে রজবের চাঁদ, রমজানের দিন গণনা শুরু