কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ভারতের কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ করেছেন ‘বাংলা পক্ষ’ নামে একটি সংগঠনের নেতাকর্মীরা। শনিবার বিকেলে কলকাতার বাগবাজার ও পার্ক সার্কাস সাতরাস্তার মোড়ে জমায়েত হয়ে তারা বাংলাদেশ উপদূতাবাস অভিমুখে মিছিল শুরু করলে পুলিশ প্রায় ২০০ মিটার দূরে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়।
পুলিশি বাধার মুখে বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে তারা সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন। চলমান পরিস্থিতির কারণে উপদূতাবাস এলাকায় আগে থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুনবিক্ষোভকারীরা দাবি করেন, ১৯৭১ সালের মতো ভারতের আবারও বাংলাদেশের পরিস্থিতিতে হস্তক্ষেপ করা উচিত। সংগঠনটির নেতা গর্গ চ্যাটার্জি বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়টি বিশ্ববাসীর সামনে তুলে ধরা হবে। তিনি দাবি করেন, তাদের কর্মসূচি শান্তিপূর্ণ ছিল এবং কোনো সহিংসতার উদ্দেশ্য ছিল না।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক







_medium_1766261045.jpg)