ভিডিও রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২

প্রকাশ : ২১ ডিসেম্বর, ২০২৫, ০২:০৪ রাত

ওসমান হাদিকে নিয়ে ফেসবুকে ‘আপত্তিকর’ পোস্ট, ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২

ছবি: সংগৃহীত, ওসমান হাদিকে নিয়ে ফেসবুকে ‘আপত্তিকর’ পোস্ট, ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক শহীদ ওসমান শরীফ হাদির মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে কক্সবাজারে পৃথক অভিযানে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) রাতে কক্সবাজার জেলার টেকনাফ ও মহেশখালী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, শনিবার রাতে টেকনাফ উপজেলার বাহারছড়া এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম ইয়াহিয়া খান। পুলিশের তথ্যমতে, শহীদ হাদির মৃত্যুর পর ইয়াহিয়া খান তার ফেসবুক প্রোফাইলে ‘OUT’ লিখে পোস্ট দেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন জাতীয় কবি ও বরেণ্য ব্যক্তিদের কবরস্থানে শহীদ হাদির দাফন নিয়ে আপত্তি তুলে তাকে ‘জঙ্গি’ হিসেবে আখ্যায়িত করে আরেকটি পোস্ট করেন।

ওই পোস্টে তিনি লেখেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর সমাধিসৌধ এলাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত শিক্ষাবিদ ও বরেণ্য ব্যক্তিদের সমাধিস্থল উল্লেখ করে সেখানে শহীদ হাদির কবর হলে ইতিহাস ক্ষমা করবে না—এমন মন্তব্য করেন।

আরও পড়ুন

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তার ইয়াহিয়া খান নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মেডিকেলে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে আদালতে পাঠানো হবে।

অন্যদিকে একই রাতে মহেশখালী উপজেলায় নূরুল আব্বাস নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শহীদ হাদিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে কুতুবজোম ইউনিয়নের দৈলারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। নূরুল আব্বাস ওই এলাকার আবুল কালামের ছেলে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মজিবুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতিয়ায় বিএনপির কার্যালয়ে আ.লীগের হামলা, আহত ৪

ওসমান হাদিকে নিয়ে ফেসবুকে ‘আপত্তিকর’ পোস্ট, ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২

আরবে দেখা গেছে রজবের চাঁদ, রমজানের দিন গণনা শুরু

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: সাত দিনে গ্রেফতার ৫৯৪৯

হান্নান মাসউদকে হত্যার হুমকি দেওয়া সেই যুবক আটক

ফেরিতে চলতে শুরু করল ট্রাক, সামনে থাকা ৪ গাড়ি নিয়ে পড়ল নদীতে