ভিডিও শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২

প্রকাশ : ২০ ডিসেম্বর, ২০২৫, ০৩:৪৫ দুপুর

গাজায় বিয়ের আসরে ইসরায়েলি বোমা হামলায় নিহত ৬

গাজায় বিয়ের আসরে ইসরায়েলি বোমা হামলায় নিহত ৬, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : চলমান যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার প্রধান শহর গাজা সিটিতে একটি বিয়ের অনুষ্ঠানে বোমা ফেলেছে বর্বর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন ৬ জন এবং আহত হয়েছেন বেশ কয়েকজন।

গতকাল শুক্রবার গাজা সিটির তুফাহ এলাকায় ঘটেছে এ ঘটনা। স্থানীয় সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, হামাস-ইসরায়েল যুদ্ধের সময় তুফাহ’র স্কুলগুলোতে আশ্রয় নিয়েছিলেন স্থানীয় ফিলিস্তিনিরা। সে রকমই একটি স্কুলের দোতলায় একটি বিয়ের আয়োজন করা হয়েছিল গতকাল। যুদ্ধের কারণে আশ্রয়হীন হওয়া কয়েকটি পরিবারের সদস্যরা উপস্থিত হয়েছিলেন সেই বিয়ের অনুষ্ঠানে। তার মধ্যেই সেখানে বোমা ফেলে ইসরায়েলি বাহিনী। 

আরও পড়ুন

কী কারণে এই হামলা চালানো হলো, সে সম্পর্কে এখনও কোনো মন্তব্য করেনি আইডিএফ। অবশ্য ইসরায়েলি বাহিনী যে যুদ্ধবিরতির মধ্যে এই প্রথম হামলা চালাল-এমন নয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ১০ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে গাজায় দেড় শতাধিকবার ছোটো বড় হামলা চালিয়েছে আইডিএফ। সূত্র : আল জাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় বিয়ের আসরে ইসরায়েলি বোমা হামলায় নিহত ৬

যথাসময়ে বিপিএল শুরু হওয়া নিয়ে যা বলছে বিসিবি

তাইওয়ানে মেট্রো স্টেশনের কাছে ছুরি হামলায় নিহত ৪

নোয়াখালীতে দুই দিনে আ.লীগের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার

ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ ছিল ওসমান হাদির চিন্তার কেন্দ্রে : কনকচাঁপা

আসালঙ্কাকে সরিয়ে লঙ্কান টি-টোয়েন্টি দলের দায়িত্বে শানাকা