ইউক্রেনের বন্দরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওডেসা বন্দরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৫ জন। হামলার পর বন্দরের পার্কিংয়ে থাকা ট্রাকগুলোতে আগুন ধরে যায়। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
শুক্রবার টেলিগ্রামে পোস্টে আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার বলেন, ‘আবারো ওডেসা বন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। হামলার ফলে পার্কিং লটে থাকা ট্রাকগুলিতে আগুন ধরে যায়।’কিপার বলেন, ১৫ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক তথ্য অনুসারে মৃতের সংখ্যা সাতজন।
ওডেসা ইউক্রেনের প্রধান বন্দরশহর। কৃষ্ণসাগরের তীরবর্তী ওডেসায় মোট তিনটি বন্দর আছে। এই তিন বন্দর দিয়েই ইউরোপসহ বিশ্বের অন্যান্য দেশে রপ্তানি হয় ইউক্রেনের শস্য ও অন্যান্য সামগ্রী। ২০২২ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভিযান শুরুর পর থেকে বেশ কয়েকবার ওডেসা এবং এর সমুদ্রবন্দরগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে রুশ বাহিনী।
আরও পড়ুনসাম্প্রতিক সপ্তাহগুলোতে ওডেসা অঞ্চলে বিমান হামলা তীব্রতর হয়েছে। রাশিয়ান কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক

_medium_1766137457.jpg)






