ভিডিও শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২

প্রকাশ : ২০ ডিসেম্বর, ২০২৫, ০২:১৯ রাত

হাদির মৃত্যুতে ফেসবুকে বিতর্কিত পোস্ট, আ.লীগ কর্মী আটক

ছবি: সংগৃহীত, হাদির মৃত্যুতে ফেসবুকে বিতর্কিত পোস্ট, আ.লীগ কর্মী আটক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি-এর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিতর্কিত পোস্ট ও মন্তব্য করার অভিযোগে আওয়ামী লীগের সক্রিয় কর্মী ইয়াছিন ভূঁইয়া নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। আটক ইয়াছিন ভূঁইয়া (৩৪) 

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের মাইজখার গ্রামের বাসিন্দা। তিনি বাবরু ভূঁইয়ার ছেলে বলে জানা গেছে।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াছিন ভূঁইয়া ফেসবুকে শরিফ ওসমান হাদির মৃত্যু নিয়ে ‘আলহামদুলিল্লাহ’ লিখে একটি পোস্ট দেন এবং মন্তব্যে তাকে ‘টেরোরিস্ট’ হিসেবে উল্লেখ করেন। এ নিয়ে কসবা এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় ছাত্র-জনতা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা সাংবাদিকদের জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ওসমান হাদিকে নিয়ে আপত্তিকর পোস্ট ও মন্তব্য করার অভিযোগে স্থানীয়রা একজনকে আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। তিনি আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদির মৃত্যুতে ফেসবুকে বিতর্কিত পোস্ট, আ.লীগ কর্মী আটক

হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ

সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসের বাড়িতে আগুন

সাংবাদিক ইলিয়াস হোসেনের ফেসবুক অ্যাকাউন্ট সরিয়ে দিলো মেটা

আপেল না কমলা, রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সেরা কোনটি?

নির্বাচন বানচাল ও সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই হামলা, মানববন্ধনে প্রথম আলোর কর্মীরা