সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসের বাড়িতে আগুন
১৮টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত নির্বাচনি ও রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রধান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ-এর গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের সাদেকনগর গ্রামে এ ঘটনা ঘটে।
রাত সাড়ে ১২টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুর রহমান জানান, মধ্যরাতে কে বা কারা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করে। এতে একটি দ্বিতল বাড়ির দুটি কক্ষ এবং একটি গাড়ি পুড়ে যায়।
আরও পড়ুনঅগ্নিকাণ্ডের খবর পেয়ে রাত ১২টার দিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স হাটহাজারী স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল মান্নানের নেতৃত্বে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রসঙ্গত, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও আংশিক বায়েজিদ) আসনের সাবেক সংসদ সদস্য। আওয়ামী লীগ সরকারের মহাজোটের প্রার্থী হিসেবে তিনি সর্বশেষ ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি বিভিন্ন সময়ে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক



_medium_1766163835.jpg)
_medium_1766162736.jpg)

_medium_1766173760.jpg)

