ভিডিও শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২

প্রকাশ : ২০ ডিসেম্বর, ২০২৫, ০১:২১ দুপুর

পুরো ইউক্রেন ও ইউরোপের কিছু অঞ্চল দখলে নিতে চান পুতিন

পুরো ইউক্রেন ও ইউরোপের কিছু অঞ্চল দখলে নিতে চান পুতিন, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের লক্ষ্য এখনো বদলায়নি। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী, পুতিন পুরো ইউক্রেন দখল করতে চান এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের অধীন থাকা ইউরোপের কিছু অঞ্চল পুনরুদ্ধারের পরিকল্পনাও তার রয়েছে।

বিষয়টি সম্পর্কে অবগত ছয়টি সূত্র জানিয়েছে, যুদ্ধের অবসান নিয়ে আলোচনা চললেও সাম্প্রতিক গোয়েন্দা বিশ্লেষণগুলো এই আশঙ্কাই তুলে ধরছে। এই মূল্যায়ন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার শান্তি আলোচনাকারী দলের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। ট্রাম্প ও তার প্রতিনিধিরা দাবি করে আসছেন, পুতিন যুদ্ধ শেষ করতে আগ্রহী।

মার্কিন গোয়েন্দা তথ্য আরও বলছে, ইউরোপের জন্য পুতিন কোনো হুমকি নন-রুশ প্রেসিডেন্টের এমন বক্তব্যেরও সঙ্গে এসব প্রতিবেদনের মিল নেই। ২০২২ সালে পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকেই যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো ধারাবাহিকভাবে একই ধরনের মূল্যায়ন দিয়ে আসছে। গোয়েন্দা সূত্রগুলোর মতে, ইউরোপের বিভিন্ন দেশ ও তাদের গোয়েন্দা সংস্থাও মনে করে পুতিন শুধু ইউক্রেন নয়, সাবেক সোভিয়েত ব্লকের কয়েকটি দেশ—যার মধ্যে ন্যাটোভুক্ত রাষ্ট্রও রয়েছে-সেগুলোর দিকেও নজর রাখছেন। মার্কিন প্রতিনিধি পরিষদের গোয়েন্দা কমিটির ডেমোক্র্যাট সদস্য মাইক কুইগলি বলেন, গোয়েন্দা তথ্য বরাবরই বলছে, পুতিন আরও বেশি চাইছেন। ইউরোপীয়রা এতে নিশ্চিত। পোল্যান্ড নিশ্চিত। বাল্টিক দেশগুলো মনে করে তারাই প্রথম লক্ষ্য। বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে। এর মধ্যে রয়েছে লুহানস্ক ও দোনেৎস্কের বড় অংশ, জাপোরিঝঝিয়া ও খেরসনের কিছু এলাকা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ক্রিমিয়া উপদ্বীপ।

আরও পড়ুন

হোয়াইট হাউজের এক কর্মকর্তা বলেন, যুদ্ধ শেষ করার বিষয়ে প্রেসিডেন্টের দল উল্লেখযোগ্য অগ্রগতি করেছে এবং শান্তি চুক্তি আগের যেকোনো সময়ের চেয়ে কাছাকাছি। তবে তিনি গোয়েন্দা প্রতিবেদনের বিষয়ে সরাসরি মন্তব্য করেননি।  খবর : রয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরো ইউক্রেন ও ইউরোপের কিছু অঞ্চল দখলে নিতে চান পুতিন

সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ এলাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন

ওসমান হাদির জানাজায় অংশ নিতে দলে দলে আসছে মানুষ

নাটোরের সিংড়ায় পানি সেচকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট

ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন

হঠাৎ অসুস্থ বিএনপি মহাসচিব, বাসায় নিচ্ছেন চিকিৎসা