নাটোরের সিংড়ায় পানি সেচকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট
সিংড়া (নাটোর) প্রতিনিধি : বোরো ধানের বীজতলায় পানি সেচকে কেন্দ্র করে দু’পক্ষের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাতজনকে অভিযুক্ত করে সিংড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের ইছলবাড়িয়া গ্রামে। ভুক্তভোগী আব্দুস সালাম (৪৫) ওই গ্রামের বাসিন্দা।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯টার দিকে ইছলবাড়িয়া গ্রামের আমিন খাঁনের ছেলে মালেক (৩২) এবং মৃত ফজলুর খাঁনের ছেলে শাহাদত আলী (৩০) বাড়ির পাশে একটি ডোবা-পুকুর থেকে বৈদ্যুতিক মোটরের মাধ্যমে বোরো ধানের বীজতলায় পানি সেচ দেওয়ার প্রস্তুতি নেন। এসময় পুকুরের মালিক আব্দুস সালাম এতে বাধা দিলে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মালেক ও শাহাদত আলীর নেতৃত্বে প্রায় ৫ থেকে ৭ জনের একটি দল আব্দুস সালামের বাড়িতে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়। হামলার সময় বাড়ির বিভিন্ন আসবাবপত্র ভাঙচুরসহ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করা হয়।
ভুক্তভোগী আব্দুস সালামের স্ত্রী বুলবুলি বেগম (৪০) জানান, হামলাকারীরা ঘরে থাকা চেয়ার, টেবিল, শোকেস, ফ্রিজ ও এলইডি টিভি ভাঙচুর করে। পাশাপাশি তার প্রবাসী ছেলের পাঠানো ৫ লাখ টাকা এবং প্রায় ৩ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শাহাদত আলীর স্ত্রী তাসলিমা বেগম (২৮) অভিযোগ অস্বীকার করে বলেন, বাড়িতে হামলার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ঝগড়া-বিবাদ যা হয়েছিল তা রাস্তার ওপরেই সীমাবদ্ধ ছিল। পরে গ্রামের প্রধান ব্যক্তিরা এসে উভয়পক্ষকে শান্ত করেন।
আরও পড়ুনএ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুর নূর বলেন, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন




_medium_1766173760.jpg)




