গাইবান্ধার সাঘাটায় জমি নিয়ে বিরোধে মারপিটে ২ নারী আহত
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় বাড়িঘরে হামলা-ভাঙচুর, লুটপাটসহ মারপিটের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের ২ জন নারী আহত এবং লক্ষাধিক টাকার ক্ষতিসাধনের অভিযোগ পাওয়া গেছে আহত ২ নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের ফলিয়াদিঘর বটতলায় এ ঘটনা ঘটে। এঘটনায় থানায় এজাহার দায়ের করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, উক্ত ফলিয়া দিগর (পাঁচপুর) গ্রামের দুলু মিয়া প্রতিবেশী ফারুক মিয়া দণন পরিবারের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন যাবত মনোমালিন্য ও কলোহবিবাদ চলে আসছিলো। সেই পূর্ব শত্রুতার জের ধরে ফারুক মিয়া তার লোকজন নিয়ে দুলু মিয়ার প্রথমে কলোহবিবাদ শুরু হয়। একপর্যায়ে ফারুক মিয়াসহ তার লোকজন দুলুর বাড়িতে প্রবেশ করে এবং বাড়িঘরে ভাঙচুর ও নারীদের ওপর মারপিট চালায়। এতে দুলু মিয়ার পরিবারের নারী সদস্য অজি বেগম ও জলি বেগম আহত হন। পরে তাদের উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।
দুলু মিয়া ও তার পরিবারের অভিযোগ, বাইরে থেকে ভাড়াটিয়া লোক এনে ফারুকরা আমার বাড়িঘর ভাঙচুর টাকা লুট ও ২ জন নারীকে বেদম মারপিট করে গুরুতর আহত করেছে। এ বিষয়ে অভিযুক্ত শাহ্ আলমের কাছে মারপিটের বিষয় জানতে চাওয়া হলে ঘটনার প্রাথমিক স্বীকার করে বলেন, আমার ছেলে কিছু ভাঙচুর করেছে। তবে ২ জন নারী আহত হওয়ার বিষয়ে তিনি মন্তব্য করতে চাননি।
আরও পড়ুনসাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম বলেন, তদন্ত সাপেক্ষে মামলা দায়ের করা হবে। সরেজমিন ঘটনাস্থল পরিদর্শনে দেখা যায়, মারপিট ও ভাঙচুরের এ ঘটনাকে কেন্দ্র করে ঐ এলাকায় থমথমে বিরাজ করছে।
মন্তব্য করুন








