বগুড়ায় কলেজ থিয়েটারের নবান্ন উৎসব পালন
কলেজ থিয়েটারের আয়োজনে এবং বগুড়া থিয়েটার, ভোর হলো ও হিন্দোল একাডেমির সহযোগিতায় অনুষ্ঠিত হলো নবান্ন উৎসব ১৪৩২। গতকাল মঙ্গলবার বগুড়া থিয়েটার কার্যালয়ে নবান্ন উৎসব পালন করেন সংগঠনের নাট্যকর্মীরা।
নবান্ন উৎসবে উপস্থিত ছিলেন বগুড়া থিয়েটারের আহ্বায়ক এড. পলাশ খন্দকার, যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন, রুবল লোদী, কবির রহমান, বগুড়া থিয়েটার সদস্য সচিব দ্বীন মোহাম্মদ দীনু, যুগ্ম সদস্য সচিব এড. গোলাম মোস্তফা জিয়ন, বগুড়া থিয়েটারের কার্যনির্বাহী সদস্য শহীদুর রহমান, জাকিরুল ইসলাম সবুজ, কনক কুমার পাল অলক, সোবাহানি বাপ্পি, রবিউল ইসলাম হৃদয়, এটিএম নজরুল ইসলাম, নাহিদা পাপড়ি ও গাজী আশা।
কলেজ থিয়েটারে উপস্থিত ছিলেন বিশাল চাকি, প্রিয়াস চন্দ্র বর্মন, আমিরুল ইসলাম রকি, টিজি রাকিব, সদস্য বায়েজিদ নিবিড়, রাহুল ইসলাম স্মরণ, নাইমুল, নাঈম, নূর ইসলাম, মনিষা। অনুষ্ঠানে কলেজ থিয়েটার পরিবেশনা করে-দলীয় গান, ভোর হলো একাডেমির শিক্ষার্থীরা পরিবেশনা করেন দলীয় আবৃত্তি এবং হিন্দোল একাডেমির শিক্ষার্থীরা পরিবেশনা করেন দলীয় গান।
আরও পড়ুনসবশেষে কলেজ থিয়েটারের আহ্বায়ক প্রিয়াস চন্দ্র বর্মন নবান্ন উৎসবের অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন। সবশেষে অতিথিদের আপ্যায়ন করা হয় নতুন চালের গুড় দিয়ে চিতই পিঠা ও সাথে ৬ রকমের ভর্তা, মুড়ি, মুড়কি ও গুড়ের জিলাপি।
মন্তব্য করুন







