চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে এনসিপির মনোনয়ন পেলেন ব্যবসায়ী নেতা রুবেল
গোমস্তাপুর (নীলফামারী) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনপিপির) মনোনয়ন পেয়েছেন ব্যবসায়ী নেতা নাজমুল হুদা খান রুবেল। আজ বুধবার (১০ ডিসেম্বর) এনসিপির কেন্দ্রীয় কমিটি ঘোষিত প্রার্থী তালিকায় তার নাম রয়েছে।
তিনি গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশনবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও এলাকার স্বেচ্ছাসেবী সংগঠন রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আহবায়ক। দলীয় মনোনয়ন পাওয়ার পর প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি জানান, তার নির্বাচনি এলাকা গোমস্তাপুর-নাচোল-ভোলাহাটে সঠিক জনপ্রতিনিধির অভাবে অবহেলিত অবস্থায় পড়ে আছে।
আরও পড়ুনএনসিপি তাকে এ আসনে মনোনয়ন দেয়ায় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, এলাকার মানুষের সমর্থন পেলে তিনি এলাকার অসম্পন্ন কাজ সম্পন্ন করবেন।
মন্তব্য করুন







