ভিডিও বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১০ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৮ রাত

রংপুরের কাউনিয়ায় মামাতো ভাইয়ের লাঠির আঘাতে ফুফাতো ভাইয়ের মৃত্যু

রংপুরের কাউনিয়ায় মামাতো ভাইয়ের লাঠির আঘাতে ফুফাতো ভাইয়ের মৃত্যু

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের কাউনিয়ায় জমিতে মাটি কাটতে বাধা দেওয়ায় মামাতো ভাইদের লাঠির আঘাতে খোকা মিয়া (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ বুধবার (১০ ডিসেম্বর) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত খোকা মিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের পশ্চিম খোপাতি গ্রামের মৃত হামেদ আলীর ছেলে। এ ঘটনায় আজ বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় কাউনিয়া থানায় একটি হত্যা মামলা রুজু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক।

নিহতের স্বজনদের ভাষ্য ও মামলার বরাত দিয়ে ওসি নজমুল হক জানান, উপজেলার বালাপাড়া ইউনিয়নের পশ্চিম খোপাতি গ্রামের খোকা মিয়ার সঙ্গে তার আপন মামাতো ভাই ইজার উদ্দিনের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। শুক্রবার ৫ ডিসেম্বর সকালে ইজার উদ্দিন ও তার পরিবারের লোকজন জোর করে খোকা মিয়ার জমিতে মাটি কাটার চেষ্ঠা করেন।

আরও পড়ুন

এসময় খোকা মিয়া তার জমির মাটি কাটতে বাধা দিলে ইজার উদ্দিন ও তার লোকজন তাকে লাঠি দিয়ে মারপিট করেন এবং লোহার রড দিয়ে মাথায় আঘাত করেন। তার চিৎকারে ছেলে জাকির হোসেন ও স্ত্রী শরিফা বেগম এগিয়ে গেলে তাদেরকেও লাঠি ও লোহার রড দিয়ে মারপিট করে ইজার উদ্দিনের লোকজন। পরে স্থানীয়রা খোকা মিয়াসহ তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীর অবস্থায় আজ বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় খোকা মিয়া মারা যান।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, খবর পেয়ে রংপুর সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আজ বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় বুধবার সন্ধ্যায় নিহতের ছেলে জাকির হোসেন বাদি হয়ে চারজনের নাম উল্লেখ করে সাতজনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। অভিযুক্তদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের কাউনিয়ায় মামাতো ভাইয়ের লাঠির আঘাতে ফুফাতো ভাইয়ের মৃত্যু

জয়পুরহাটের কালাইয়ে জমির আইল দেওয়াকে কেন্দ্র করে সংর্ঘষ, আহত ৯

টিএসসিতে ইলিয়াস ও পিনাকীর কুশপুত্তলিকা দাহ

বগুড়ায় কলেজ থিয়েটারের নবান্ন উৎসব পালন

গত ১৭ বছরের ধারাবাহিকতায় আবারও বঞ্চিত হলো বগুড়াবাসী

বগুড়ার বাগবাড়ীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া