ভিডিও বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১০ ডিসেম্বর, ২০২৫, ১০:২৭ রাত

ববিপ্র বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভর্তির অনুমতি মেলেনি

গত ১৭ বছরের ধারাবাহিকতায় আবারও বঞ্চিত হলো বগুড়াবাসী

গত ১৭ বছরের ধারাবাহিকতায় আবারও বঞ্চিত হলো বগুড়াবাসী

স্টাফ রিপোর্টার : বর্তমান অন্তর্বর্তী সরকারের এই সময়ে গত ১৭ বছরের ধারাবাহিকতায় আবারও বঞ্চিত হলো বগুড়াবাসী। আজ বুধবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এর পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট অনুবিভাগ থেকে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত ২টি অনুষদের অধীনে ২টি বিভাগ খোলার অনুমতি দেওয়া হলেও বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত কোন অনুষদের আওতায় কোন বিভাগ খোলার অনুমোদন দেয়া হয়নি।

ফলে আবারও নতুন করে বঞ্চিত হলো বগুড়াবাসী। ২০২৫-২৬ শিক্ষাবর্ষ হতে আইন অনুষদের আওতায় আইন বিভাগ এবং বিজনেস স্টাডিজ অনুষদের আওতায় একাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগ খুলে ভর্তি সংক্রান্ত পরবর্তী পদক্ষেপ নিতে বলা হয়।

ইতোপূর্বে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরুর জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দেশের নবগঠিত সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মতো বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও নওগাঁ বিশ্ববিদ্যালয়কে পাঁচটি বিভাগের নামের প্রস্তাবনা জমা দিতে নির্দেশ দেয়।

গত ২৮ সেপ্টেম্বর ইউজিসির ৫৬তম সভায় বিষয়টি অনুমোদন হয়। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি নতুন সরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাঁচটি সম্ভাব্য বিভাগের প্রস্তাব চাওয়া হয়েছে। পরবর্তীতে কমিশনের পরিদর্শন ও যাচাই শেষে দুটি বিভাগে অনুমোদন দেওয়া হবে, যার মাধ্যমে শিক্ষা কার্যক্রম শুরু হবে।

ওই সময় ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, প্রস্তাবিত বিভাগের ল্যাবরেটরি, অবকাঠামো ও অন্যান্য সুবিধা সরেজমিনে পরিদর্শনের পর কমিশনের কমিটি মতামত প্রদান করবে।

আরও পড়ুন

সেই মতামতের ভিত্তিতেই বিভাগ অনুমোদন এবং শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করার অনুমতি দেওয়া হবে। ২৩ অক্টোবর প্রকাশিত নির্দেশনা অনুযায়ী দ্রুততম সময়ে প্রস্তাবনা প্রস্তুত ও জমা দেওয়ার আহ্বান জানানো হয়।

সে সময় বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. কুদরত ই জাহান বলেছিলেন, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এমন বিষয় পড়ানোর হবে যে বিষয়গুলোর চাহিদা রয়েছে। উত্তরাঞ্চলের এই বিশ্ববিদ্যালয় হবে এই অঞ্চলের শিক্ষার্থীদের তথা দেশের মধ্যে অন্যতম একটি বিশ্ববিদ্যালয়।

এমন বিষয় গুলো এখানে পড়ানো হবে যে বিষয়গুলো কর্মমূখি হবে। তিনি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ও আর্টিফিসিয়াল ইন্টালিজেন্সের মত বিষয় চেয়েছেন।

নওগাঁ বিশ্ববিদ্যালয়য়ের জন্য বিষয় দেওয়া হলেও বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ানোর জন্য বিষয় দেওয়া হয়নি। এ প্রসঙ্গে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. কুদরত ই জাহান বলেন, বগুড়া বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ানোর অনুমোদন পাওয়া যায়নি। এবছর না হলে পরের বছর পাওয়া যাবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসি জ্বরে কাঁপছে কলকাতা

সিরাজগঞ্জের রায়গঞ্জে অবৈধভাবে জমির মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

লালমনিরহাটে দিন দিন বেড়েই চলেছে শীতের প্রকোপ

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে এনসিপির মনোনয়ন পেলেন ব্যবসায়ী নেতা রুবেল

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ২ লাখ টাকা জরিমানা

রংপুরের কাউনিয়ায় মামাতো ভাইয়ের লাঠির আঘাতে ফুফাতো ভাইয়ের মৃত্যু