বাংলাদেশ কৃষি প্রধান দেশ হিসেবে সবচেয়ে বেশি অবদান রাখে উত্তরাঞ্চলের মানুষ : ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, উত্তরাঞ্চলের মানুষ সবসময় উন্নয়ন থেকে, অধিকার থেকে বঞ্চিত হয়েছে। অথচ বাংলাদেশ কৃষি প্রধান দেশ হিসেবে সবচেয়ে বেশি অবদান রাখে উত্তরাঞ্চলের মানুষ। উত্তরাঞ্চল থেকে যারা নেতা নির্বাচিত হন তাদের ভাগ্যের পরিবর্তন হয়। কিন্তু উত্তরাঞ্চলের মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয় না।
আজ বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে পৌর এলাকার সুজাপুর বিদ্যালয় মাঠে দিনাজপুর-৫ উন্নয়ন ফোরাম আয়োজিত ছাত্র-যুব-নাগরিক সমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। জাহিদুল ইসলাম বলেন, দু’বছর আগেও এখানে ফ্যাসিবাদ কায়েম ছিল। খুনি হাসিনা এই জনপদকে একটি অন্যায়ের একটি জুলুমের অঙ্গরাজ্যে পরিণত করেছিল।
আমাদের এই বাংলাদেশকে পার্শ্ববর্তী রাষ্ট্রের কাছে আধিপত্যবাদী, কর্তৃত্ববাদী শক্তির কাছে নতজানু রাষ্ট্রে পরিণত করেছিল। আমাদের এই সমাজে যারাই ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে কথা বলত তাদেরকে হয়ত খুন অথবা গুম করে আয়নাঘরে বন্দি করে রাখা হতো। অথবা হাত পা কেটে বা চোখ তুলে নিয়ে বিভিন্নভাবে অঙ্গহানি করা হতো।
অথবা রিমান্ডের নামে চরম র্নিযতন করা হতো বা জেলখানায় ভরিয়ে রাখা হতো। কিন্তু আলহামদুলিল্লাহ, ২০২৪ সালে বাংলাদেশের ছাত্র-জনতা সকল পেশাজীবী মানুষ দল মত নির্বিশেষে অন্যায়ের বিপক্ষে জুলুমের বিপক্ষে এক কাতারে লড়াইয়ে আমরা ঐক্যবদ্ধ হয়েছি তখনই আল্লাহ এই জমিনকে একটি খুনি হাসিনা মুক্ত একটি ফ্যাসিবাদ মুক্ত রাষ্ট্র উপহার দিয়েছে।
আরও পড়ুনদিনাজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মো. সাইদুল ইসলাম সৈকতের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াত মনোনীত দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনের প্রার্থী আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, রাকসু ভিপি ও রাবি শিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ।
এছাড়াও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা দক্ষিণ শিবিরের সভাপতি সাজিদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি রবিউল ইসলাম, খেলাফত আন্দোলনের সভাপতি মুফতি মাওলানা তোফায়েল আহম্মেদ, জেলা কর্মপরিষদ সদস্য মনজুরুল কাদের বাবু।
মন্তব্য করুন









