বগুড়ার শিবগঞ্জে কনঞ্চিথল গ্রামে আশ্রয়ণ প্রকল্পের ১৫ ঘর পরিত্যক্ত
মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জের কনঞ্চিথল গ্রামে আশ্রয়ণ প্রকল্পের ১৫টি ঘর পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। অভিযোগ উঠেছে ১৫টি ঘরের ২৫ পরিবার পর্যাক্রমে গত এক বছর থেকে ঘরগুলো পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখেছে। তারা বর্তমানে পরিবার নিয়ে অন্য স্থানে বসবাস করছেন। ফলে ঘরগুলোর চারপাশে বিভিন্ন প্রকার আগাছা জন্মেছে।
সরজমিনে দেখা যায়, ওই স্থানে আশ্রয়ণ প্রকল্পে ২৭ পরিবারের জন্য ২৭টি ঘর নির্মাণ করা হয়। ঘর নির্মাণের পর প্রতিটি ঘরে লোকজন বসবাস শুরু করেন। কিন্তু বর্তমানে ১২টি ঘরে লোকজন বসবাস করছেন। ১৫টি পরিত্যক্ত অবস্থায় আছে।
পরিত্যক্ত ঘরের লোকজন কোথায় গেছেন এবং কেন ঘরগুলো ফেলে রেখেছে এমন প্রশ্নের উত্তরে স্থানীয়রা জানান, কেউ নিজ জন্মস্থান গ্রামে গেছেন, আবার কেউ ঢাকা শহরে ছোটখাটো কর্ম নিয়ে সেখানেই পরিবার নিয়ে বসবাস করছেন। এখানে থেকে তাদের কোন আয়-রোজগারের পথ নেই বলে তারা চলে গেছেন। তবে চলে যাওয়া পরিবারের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
আরও পড়ুনস্থানীয় আটমূল ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম জানান, ওই আশ্রয়ণ প্রকল্পের ১৫টি ঘর পরিত্যক্ত অবস্থায় আছে বিষয়টি তার জানা নেই। তিনি খোঁজখবর নিয়ে উপজেলা নির্বাহী অফিসারকে জানাবেন। উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যানের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
মন্তব্য করুন









