বগুড়ার দুপচাঁচিয়ায় অটোচার্জার ভ্যান সহ গ্রেফতার ২
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া থানা পুলিশ গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে অটোচার্জার ভ্যান সহ ২ জনকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃতরা হলো, অর্জুনগাড়ী মধ্যপাড়ার মৃত জিল্লুর রহমানের ছেলে রিয়াজুল ইসলাম (২২) ও পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার দেবিশাওর পশ্চিমপাড়া গ্রামের মোরশেদুর রহমানের ছেলে রাকিব হোসেন (২৩)।
জানা গেছে, দুপচাঁচিয়া থানা পুলিশ গোপন সূত্রে খবর পায় পৌরসভার আক্কেলপুর রাস্তায় চোর-চক্র অবস্থান করে চোরাই অটোচার্জার ভ্যান কেনা-বেচা করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ উল্লেখিত স্থানে অভিযান চালালে এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ভ্যান চোর চক্রের অন্যান্য সদস্যরা পালিয়ে গেলেও উপরোক্ত ২ জনকে আটকসহ তাদের হেফাজত থেকে একটি চোরাই অটো চার্জার ভ্যান উদ্ধার করা হয়।
আরও পড়ুনএ ঘটনায় দুপচাঁচিয়া থানায় মামলা হয়েছে। থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিদের আজ বুধবার (১০ ডিসেম্বর) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন








