বগুড়ার ধুনটে ব্রেইন টিউমারে আক্রান্ত সুফল কুমার বাঁচতে চান
ধুনট (বগুড়া) প্রতিনিধি : বাঁচতে চান ব্রেইন টিউমারে আক্রান্ত মেধাবী কলেজছাত্র সুফল কুমার (২০)। স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে বাবার সংসারের হাল ধরবেন। অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। কিন্তু ব্রেইন টিউমার সুফল কুমারের সে যাত্রাপথে বাঁধা হয়ে দাঁড়িয়েছে।
সুফল কুমার ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পূর্বগুয়াডহরী-কুটিরঘাট গ্রামের মদন চন্দ্রের ছেলে। তাদের অভাব অনটনের সংসার। সহায় সম্বল বলতে ছোট্ট একটি মুদির দোকান। ওই দোকানের সামান্য আয় দিয়ে সংসার চলে না। ছেলেকে চিকিৎসা করানোর মতো সামর্থ নেই।
সফল কুমার গোসাইবাড়ি ডিগ্রি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। প্রায় দুই বছর ধরে সুফলের শরীরে নানান উপসর্গ দেখা দেয়। বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে বিভিন্ন পরীক্ষায় তার ব্রেইন টিউমার ধরা পড়ে। উন্নত চিকিৎসা দেওয়া হলে সুফল সুস্থ হয়ে উঠবেন বলে জানিয়েছেন চিকিৎসক।
আরও পড়ুনচিকিৎসক তাকে অপারেশনের পরামর্শ দিয়েছেন। তার চিকিৎসার জন্য প্রয়োজন চার-পাঁচ লাখ টাকা। যা তার পরিবারের পক্ষে বহন করা অসম্ভব। সুফল কুমার বাবা মদন চন্দ্র ছেলের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও মানবিক মানুষগুলোর কাছে সহায়তা চেয়েছেন। চিকিৎসায় সহযোগিতা করতে-০১৬১৭৬৪৯৬৩১ (বিকাশ)-পার্সোনাল নম্বরে সহায়তা পাঠানোর অনুরোধ করেছেন তিনি।
মন্তব্য করুন







