ভিডিও বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৪ ডিসেম্বর, ২০২৫, ০২:৩৮ রাত

ছত্তীসগঢ়ের যৌথহিনীর সঙ্গে গোলাগুলি, ১২ মাওবাদী নিহত

ছবি: সংগৃহীত,

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ছত্তীসগড়ের বস্তার ডিভিশনে যৌথবাহিনী ও মাওবাদীদের মধ্যে বন্দুকযুদ্ধে অন্তত ১২ মাওবাদী নিহত হয়েছেন। অভিযানে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের (ডিআরজি) তিন সদস্য প্রাণ হারিয়েছেন, আহত দুইজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। রাত পর্যন্ত দন্তেওয়াড়া সীমান্ত এলাকায় অভিযান অব্যাহত ছিল।

বস্তার রেঞ্জের আইজি সুন্দররাজ পাটিলিঙ্গম জানান, দন্তেওয়াড়া ও বিজাপুরের ডিআরজি, রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং সিআরপিএফের কোবরা কমান্ডো এই যৌথ অভিযানে অংশ নেয়। নিষিদ্ধ সংগঠন সিপিআই মাওবাদীর সশস্ত্র শাখা পিএলজিএ-র গতিবিধির তথ্যের ভিত্তিতে অভিযানে যায় বাহিনী।

সংঘর্ষস্থল থেকে নিহত ১২ মাওবাদীর মরদেহ ছাড়াও এসএলআর, ইনসাস, .৩০৩ রাইফেল ও বিপুল বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় চলতি বছর ছত্তীসগড়ে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত মাওবাদীর সংখ্যা দাঁড়াল ২৭৫। এ তালিকায় রয়েছেন সিপিআই মাওবাদীর সাধারণ সম্পাদক নাম্বালা কেশব রাও (বাসবরাজু), পলিটব্যুরো সদস্য রামচন্দ্র রেড্ডি (চলপতি), তাঁর স্ত্রী অরুণা, কেন্দ্রীয় কমিটির সদস্য সুধাকর এবং পিএলজিএ কমান্ডার মাধভী হিডমার মতো শীর্ষ নেতারা।

আরও পড়ুন

এদিকে মহারাষ্ট্রের গড়ছিরৌলিতে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসের উপস্থিতিতে আত্মসমর্পণ করেছেন নিহত মাওবাদী নেতা কিষেণজির ভাই মাল্লোজুলা বেণুগোপাল রাও ওরফে ভূপতি, যিনি সংগঠনের ‘তাত্ত্বিক মস্তিষ্ক’ হিসেবে পরিচিত ছিলেন।

সূত্র: এনডিটিভিদ্য হিন্দু, হিন্দুস্তান টাইমস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছত্তীসগঢ়ের যৌথহিনীর সঙ্গে গোলাগুলি, ১২ মাওবাদী নিহত

অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে আপিলের আদেশ আজ

নতুন দুই ছানা পেল সন্তানহারা সেই মা কুকুর

পিকনিকের কথা বলে শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৪ ছাত্র গ্রেফতার

আট দলের সমাবেশ থেকে ফেরার পথে নিহত ২, আহত ১০ জন

নেতৃত্বের ফয়সালা আসমান থেকে আসে : হাসনাত আবদুল্লাহ