আসছে বিশ্বকাপে হলুদ কার্ড, কর্নারের সিদ্ধান্ত দেবে ভিএআর
স্পোর্টস ডেস্ক : রেফারির একটি ভুল সিদ্ধান্ত, যেকোনো ম্যাচের গতিপথ বদলে দিতে পারে। আসন্ন বিশ্বকাপে সে ভুলের সংখ্যা কমাতেই ভিএআরের ব্যবহার বাড়াতে চায় ফিফা। ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশনের কাছ থেকে বিশেষ অনুমতির অপেক্ষায়।
কর্নার কিকের ক্ষেত্রে ভিএআরের সক্ষমতা বাড়াতে আলোচনা চলছে। প্রস্তাবিত নিয়মে কর্ণার নিয়ে সন্দেহ থাকলে ভিএআরের সহায়তা নিতে পারবেন রেফারি। দ্বিতীয় হলুড কার্ড দেয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্যও ব্যবহার হতে পারে ভিএআর। তবে ২০২৬ বিশ্বকাপে প্রযুক্তিটির নতুন রূপ দেখা যাবে কিনা, তা নিশ্চিত হওয়া যাবে মার্চে। আইএফএর বোর্ড সভার পর।
এদিকে, আয়োজক দেশ যুক্তরাষ্ট্র আর মেক্সিকো বিশ্বকাপ প্রস্তুতির জন্য ইউরোপিয়ান জায়ান্টদের সঙ্গে প্রীতি ম্যাচের সূচি চূড়ান্ত করেছে। ম্যাচগুলো বিশ্বকাপ ভেন্যুতে। যুক্তরাষ্ট্র খেলবে চার ম্যাচ। এরমধ্যে চূড়ান্ত ৩ প্রতিপক্ষ। বেলজিয়াম, জার্মানি আর পর্তুগাল। মার্সিডিজ বেঞ্জ আর ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে হবে খেলা। মেক্সিকোরও দুই প্রতিপক্ষ বেলজিয়াম ও পর্তুগাল। রোনালদোদের সঙ্গে অ্যাজটেকা স্টেডিয়ামে খেলবে মেক্সিকো। যে ভেন্যুর সংস্কার এখনো চলমান। এর আগে, দু’বিশ্বকাপের ম্যাচ হয়েছে এখানে। প্রথম স্টেডিয়াম হিসেবে তিন বিশ্বকাপ আয়োজনের অপেক্ষায় আইকনিক এই ভেন্যু।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







