ভিডিও বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৩ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৪ রাত

জাহানারার অনুরোধে তদন্তের সময় বাড়াল বিসিবি

ছবি: সংগৃহীত, জাহানারার অনুরোধে তদন্তের সময় বাড়াল বিসিবি

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলমের যৌন হয়রানি অভিযোগের তদন্তে নতুন অগ্রগতি এসেছে। অভিযোগের বিস্তারিত উপস্থাপনের জন্য জাহানারা অতিরিক্ত সময় চাইলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সেই আবেদন মঞ্জুর করে তদন্তের সময়সীমা বাড়িয়েছে। ফলে অভিযোগের মুখোমুখি সাবেক নির্বাচক ও ম্যানেজার মনজুরুল ইসলামের বিরুদ্ধে তদন্তে স্বাধীন কমিটির হাতে আরও সময় থাকছে চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুতের জন্য।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, জাহানারা আলম আনুষ্ঠানিকভাবে অভিযোগের বিবরণ, দলিলপত্র ও ব্যক্তিগত বক্তব্য জমা দেওয়ার জন্য অতিরিক্ত সময় চেয়েছেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্তের মেয়াদ আরও ১৫ কার্যদিবস বাড়ানো হয়েছে।

এর আগে জাতীয় নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মনজুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনে জাহানারা। অভিযোগ প্রকাশ্যে আসার পর বিসিবি তিন সদস্যের একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে, যাদের ১৫ কার্যদিবসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল।

বিসিবির সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সময়সীমা পুনর্বিন্যাসের পর তদন্ত কমিটির কাছ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন প্রত্যাশা করছে বোর্ড।

এ ঘটনায় ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। জাহানারার অভিযোগ ও তদন্ত প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন করার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে বিসিবি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বাজারে আসছে নতুন ডিজাইনের ৫০০ টাকার নোট

দেশের বাজারে কমলো সোনার দাম

জাহানারার অনুরোধে তদন্তের সময় বাড়াল বিসিবি

শ্রীলঙ্কায় বন্যায় মৃত্যু বেড়ে ৪১০

খালেদা জিয়াকে দেখে এসে যা বললেন জামায়াত আমির

নাটোরে ডাম্পট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর সার্জেন্ট নিহত