পঞ্চগড়ে সীমান্ত থেকে ৩ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে ৩ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করেছে বিজিবি। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোররাতে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের সীমান্তবর্তী খালপাড়া থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় শাড়ি আটক করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে বিজিবি’র নীলফামারী ৫৬ ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী ৫৬ বিজিবির অধীনস্থ ধামেরঘাট বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৭৬৮/১৩-এস হতে বাংলাদেশের অভ্যন্তরে খালপাড়ায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৭টি ভারতীয় শাড়ি উদ্ধার করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বিজিবির সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্তে চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের খালপাড়া সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়েছে।
মন্তব্য করুন







