নীলফামারীর সৈয়দপুরে আমন ধান কাটা মাড়াইয়ের ধুম, মিলছে আশানুরূপ ফলন ও দাম
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে পুরোদমে শুরু হয়েছে চলতি মৌসুমের আমন ধান কাটা মাড়াইয়ের কাজ। আবহাওয়া সম্পূর্ণভাবে আমন ধান চাষাবাদের অনুকূলে থাকায় এবং কৃষি উপকরণ কৃষকদের হাতের নাগালে পাওয়ায় এবারে উপজেলায় সর্বত্র আমন ধানের আশানুরূপ ফলন হয়েছে। আর আমন ধানের দামও মিলছে ভালো। এতে কৃষক-কৃষানিদের মুখে হাসির ঝিলিক পরিলক্ষিত হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার সৈয়দপুর উপজেলার কামারপুকুর, কাশিরাম বেলপুকুর, বাঙ্গালীপুর, বোতলাগাড়ী ও খাতামধুপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে দেখা যায়, সর্বত্র আমন ধান কাটা-মাড়াইয়ের কাজ পুরোদমে চলছে। কোথাও কৃষকেরা ক্ষেতের পাকা ধান কাটছে, কেউ কেউ আবার শুকানোর জন্য ধান কেটে ক্ষেতে রেখে দিয়েছেন, কেউবা ক্ষেতে কেটে রাখা ধান বাড়িতে নিয়ে যাচ্ছেন। অনেকে আবার বাড়ির উঠানে ধান মাড়াই ঝাড়াইয়ে ব্যস্ত সময় অতিবাহিত করছেন।
সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের উত্তর অসুরখাই গ্রামের কৃষক মো. আহসান উল হক বাবু জানান, এবারে আমন মৌসুমে প্রায় ৪০ দোন (৩০ শতকে এক দোন) জমিতে বিভিন্ন জাতে আমন ধান আবাদ করেছিলেন। ইতিমধ্যে তার সব জমির ধান কাটা শেষে শুকানোর পর বাড়িতে নিয়ে এসেছেন। আরও কয়েক দিন দেরিতে মাড়াই-ঝাড়াইয়ের কাজ করবেন বলে জানান তিনি।
সৈয়দপুর উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এবারে উপজেলার পাঁচটি ইউনিয়ন ও পৌরসভা এলাকা মিলে ৮ হাজার ১১৬ হেক্টর জমিতে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা ছিল। তন্মধ্যে উফশী জাতের ৭হাজার ৩১৫ হেক্টর, হাইব্রিড জাতের ৮শ’ হেক্টর এবং স্থানীয় জাতের এক হেক্টর জমিতে। তবে চাষাবাদ অর্জিত হয়েছে ৮ হাজার ১২০ হেক্টর জমিতে।
কৃষি সম্প্রসারণ বিভাগের উপজেলার কামারপুকুর ইউনিয়নের ব্রহ্মত্তর কৃষি ব্লকের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা ডিপ্লোমা কৃষিবিদ মো. মমিনুর মোস্তফা জামান বলেন, এবারের আমন আবাদে কৃষকেরা অনেক ভাল ফলন পেয়েছেন। কৃষি বিভাগের আমার কৃষি ব্লকে কৃষক মোমিনুল ইসলামের একটি প্রদর্শনী প্লটে ব্রি-ধান ৭৫ কর্তন করে হেক্টরে প্রায় ৪.৬ মেট্টিক টন ফলন মিলেছে।
সৈয়দপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ধীমান ভুষন জানান, এবারে উপজেলায় আমন মৌসুমে ধান চাষাবাদের শুরু থেকে তার দপ্তরের মাঠ পর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক কৃষক-কৃষানিদের দিক নির্দেশনা ও পরামর্শ দিয়েছেন।
আর রোগ বালাইও অপেক্ষাকৃত কম ছিল। ফলে এবারের আমন ধানের আশানুরূপ ফলন হয়েছে। ইতিমধ্যে উপজেলার বেশির ভাগ আমন ধান কাটা মাড়াইয়ের কাজ সম্পন্ন হয়েছে। আর সপ্তাহখানেকের মধ্যে পুরোদমে আমন ধান কাটা-মাড়াইয়ের কাজ সম্পূর্ণভাবে শেষ হবে বলে জানান তিনি।
মন্তব্য করুন

_medium_1764335116.jpg)


_medium_1764334131.jpg)

_medium_1764333050.jpg)

_medium_1764319302.jpg)